বিদেশ যাওয়ার আনন্দে আত্মহারা যুবক পৌঁছলেন এয়ারপোর্টে, পাসপোর্ট দেখাতেই শোরগোল...! আঠালো ওটা কী লেগে?
- Published by:Tias Banerjee
Last Updated:
Passport: কাউন্টারে ইমিগ্রেশন অফিসারদের তীক্ষ্ণ নজরদারি, নিরাপত্তার কড়াকড়ি—সবকিছুই যেন এক নিখুঁত ছন্দে চলে। কিন্তু এ দিন সব হিসেব পাল্টে গেল!
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
এ কথা জানার পর রাহুল কনওয়ালজিৎকে আশ্বাস দেন যে, তিনি চাইলে প্রথমে ব্যাঙ্কক যেতে পারেন, সেখান থেকে নতুন ভিসার ব্যবস্থা করা হবে। এই প্রস্তাবে রাজি হয়ে কনওয়ালজিৎ টাকা দেন ও থাইল্যান্ডের একটি টিকিট সংগ্রহ করেন। রাহুলের পরামর্শেই তিনি পাসপোর্ট থেকে ভুয়ো গ্রিসের ভিসাযুক্ত পাতাটি সরিয়ে ফেলেন, যা বিমানবন্দরের ইমিগ্রেশন চেকিংয়ে ধরা পড়ে।
advertisement
কনওয়ালজিৎ সিংয়ের স্বীকারোক্তির ভিত্তিতে এজেন্ট রাহুল অরোরা ও গুরশান্ত সিংকে গ্রেফতার করা হয়। তাদের জিজ্ঞাসাবাদে উঠে আসে পশ্চিমবঙ্গের উত্তরপাড়ার সঞ্জীব কুমারের নাম। তদন্তকারী দল সঞ্জীবকে ধরতে অভিযান চালালেও প্রথমে তিনি পুলিশের চোখ এড়িয়ে যান। চার মাসের দীর্ঘ অনুসন্ধানের পর, পুলিশের কাছে তাঁর অবস্থান সংক্রান্ত গোপন খবর আসে। এরপর দিল্লি থেকে তাঁকে গ্রেফতার করা হয়।
advertisement