ফ্লাইড রেডারের পক্ষ থেকে একটি ছবি শেয়ার করা হয়েছে, যেটি তে দেখা যাচ্ছে, রাশিয়া থেকে ওয়ান-ওয়ে বা একদিকের যাত্রাপথের বিমান সংখ্যা বৃদ্ধি পেয়েছে৷ শুধু তাই নয়, Aviasales নামে রাশিয়ায় বিমানের টিকিট কাটার জনপ্রিয়তম ওয়েবসাইটটিতেও টিকিট কাটার পরিমাণ বেড়েছে বহুগুণ৷
আরও পড়ুন: অর্পিতা মা হতে চেয়েছে শুনে আকাশ থেকে পড়লেন মা! তারপরেই বিস্ফোরণ!
advertisement
আরও পড়ুন: কমিশনের 'ভাবমূর্তি' উজ্জ্বল করতে 'বড়' পদক্ষেপ। স্বচ্ছতা বাড়াতে মরিয়া এসএসসি চেয়ারম্যান
এই সপ্তাহে রাশিয়া থেকে বাইরে যাওয়ার প্রায় সমস্ত বিমানের আসনই বুকিং করা হয়ে গিয়েছে৷ ফলে আসন আর নেই৷ আর তাতেই আরও আতঙ্ক বৃদ্ধি পাচ্ছে৷ বুধবারও রাশিয়ার সমস্ত ট্রাভেল এজেন্টদের কাছেও এই কথাই শোনা যাচ্ছে৷ রাশি থেকে ইউরোপীয় ইউনিয়নের সমস্ত বিমান পরিষেবা আগে থেকেই বন্ধ করা হয়েছে৷ মস্কোর স্পেশাল মিলাটারি অপরেশন শুরু করার পর থেকেই সেই পরিষেবা বন্ধ হয়েছে৷