জানা গিয়েছে, শারি বালোচ নামে পরিচিত ওই মহিলা উচ্চশিক্ষিতা। ৩০ বছরের শারি জীববিদ্যার পাশাপাশি দর্শনেও স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেছিলেন। দুই সন্তানের মা ওই মহিলা পেশাগত ভাবে একজন শিক্ষিকা। স্বামী একজন চিকিৎসক। তাঁর এমন পরিচয় প্রকাশ্যে আসার পরে স্বাভাবিক ভাবেই সকলে চমকে যাচ্ছেন। বালুচিস্তানের স্বাধীনতা আন্দোলন শুরুর সময় থেকেই প্রত্যক্ষ ভাবে জড়িয়ে ছিলেন তিনি। পরে মজিগ ব্রিগেডের সঙ্গে শেষ ২ বছর ধরে যুক্ত ছিলেন। এই সংগঠনের মূল উদ্দেশ্যই হল পাকিস্তানে থাকা চিনাদের উপর হামলা।
advertisement
আরও পড়ুন: গাছতলায় দাঁড়িয়ে মহিলা, মুহূর্তে আত্মঘাতী বিস্ফোরণে সব শেষ! করাচির ভয়ঙ্কর ভাইরাল ভিডিও
আরও পড়ুন: দোকানে মাটির ভাঁড়ে চা খান? শরীরে কী প্রভাব হয় জানেন?
জানা গিয়েছে, বালুচিস্তানের স্বাধীনতার জন্য তিনি প্রথম থেকেই আত্মঘাতী হতে চেয়েছিলেন। দুই সন্তানের কথা ভেবে হয়তো এমনটা তিনি করবেন না ভেবেছিলেন দলের সদস্যরা। তবে নিজের উদ্দেশ্য সফল করার জন্য কোনও কিছুই পরোয়া করেননি তিনি। স্বামী ট্যুইটারে পরিবারের সকলের ছবি দিয়ে মৃত স্ত্রীকে সম্মান জানিয়েছেন। সেই পোস্টও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।
বাশির বালোচ নামে শারির স্বামী ট্যুইটে লিখেছেন, 'শারি জান, তোমার নিঃস্বার্থ বলিদান আমাকে নির্বাক করে দিয়েছে। সেই সঙ্গে গর্বে বুকটা ভরে যাচ্ছে। মাহরোচ ও মীর হাসান চিরকাল গর্বিত মানুষ হিসেবে বেঁচে থাকবে এবং ভাববে তাদের মা কতটা মহান ছিলেন। আমাদের জীবনে তোমার গুরুত্ব চিরকাল এমনই অপরিসীম থাকবে।' পাকিস্তানের মাটিতে চিনা নাগরিকদের উপর এই প্রথম বড়সড় হামলা চালাল বিএলএ। যদিও ২০২১-এর জুলাইয়ে উত্তর-পশ্চিম পাকিস্তানের দাসুতে চিনা নাগরিকদের একটি বাসে হামলার ঘটনা ঘটে। সেই হামলায় ৯ জন চিনা নাগরিকের মৃত্যু হয়। সেই ঘটনায় পাকিস্তানের তালিবান জঙ্গিরা হামলার দায় স্বীকার করেছিল।