বহু ইজরায়েলি নাগরিক এবং সেনাকে বন্দি করে নিয়ে যাওয়া হয়েছে। এর মধ্যে ইজরায়েলের বেশ কয়েকজন সিনিয়র অফিসারও হয়েছে। আশঙ্কা প্রকাশ করা হচ্ছে যে, বন্দিদের মধ্যে অনেককে হত্যা করা হয়েছে। ইসরায়েলের দাবি, প্যালেস্টাইন থেকে ৫ হাজার রকেট ছোঁড়া হয়েছে। ইসরায়েলের গুরুত্বপূর্ণ অংশগুলি লক্ষ্য করে এই রকেটগুলি ছোঁড়া হয়েছে। হামলার হাত থেকে বাদ যায়নি ইসরায়েলের সেনা দফতরও। এর পরেই জরুরি বার্তায় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু যুদ্ধ ঘোষণা করে দেন প্যালেস্টাইনের উদ্দেশ্য।
advertisement
আরও পড়ুন, পুজোয় যাত্রীদের জন্য সুখবর! মেট্রো চলবে মাঝরাতেও, জানুন শেষ ও প্রথম মেট্রোর সময়
আরও পড়ুন, ‘বিপর্যয় নিয়ে কেন্দ্রের বঞ্চনা’, এক্স হ্যান্ডেলে কেন্দ্রকে বিঁধলেন মমতা
ইজরায়েলের সীমান্ত লাগোয়া একাধিক অংশে হামলা চালানোর পরে প্যালেস্টাইনের একাধিক গুরুত্বপূর্ণ অংশে হামলা শুরু ইজরায়েলি সেনা। সেই সঙ্গে বায়ুসেনার যুদ্ধবিমানও হামলা শুরু করেছে। জানা গিয়েছে, প্যালেস্টাইনের সামরিক বাহিনীর গুরুত্বপূর্ণ ভবনগুলিতে মিশাইল হামলা করা হয়। সেই সঙ্গে সেনাও নামানো হচ্ছে একাধিক জায়গায়। এই অভিযানের নাম দেওয়া হয়েছে অপারেশন আয়রন শোর্ডস। যদিও প্যালেস্টাইনের হামলায় ইজরায়েলের সীমান্ত লাগোয়া এলাকাগুলি কার্যত বিধ্বস্ত হয়ে গিয়েছে।