Kolkata Metro in Durga Puja: পুজোয় যাত্রীদের জন্য সুখবর! মেট্রো চলবে মাঝরাতেও, জানুন শেষ ও প্রথম মেট্রোর সময়

Last Updated:

Kolkata Metro in Durga Puja: অন্যান্য বছরের মতো এ বছরেও মেট্রো রেলওয়ে দুর্গাপুজোর দিনগুলোতে কলকাতা এবং সংলগ্ন অঞ্চলের বিখ্যাত পুজোগুলো দেখার জন্য ইস্ট-ওয়েস্ট মেট্রোয় মাঝরাত পর্যন্ত মেট্রো চালাবে।

পুজোয় মেট্রোর চলাচলে বড় আপডেট
পুজোয় মেট্রোর চলাচলে বড় আপডেট
কলকাতা: অন্যান্য বছরের মতো এ বছরেও মেট্রো রেলওয়ে দুর্গাপুজোর দিনগুলোতে কলকাতা এবং সংলগ্ন অঞ্চলের বিখ্যাত পুজোগুলো দেখার জন্য ইস্ট-ওয়েস্ট মেট্রোয় মাঝরাত পর্যন্ত মেট্রো চালাবে। জানিয়েছেন মেট্রো রেলওয়ে কলকাতা কৌশিক মিত্র মুখ্য জনসংযোগ আধিকারিক। ইস্ট-ওয়েস্ট মেট্রোর দুর্গাপুজোর সময়সূচি এই রকম:
সপ্তমী, অষ্টমী ও নবমী
যাত্রীদের সুবিধার্থে সপ্তমী (২১/১০/২৩), অষ্টমী (২২/১০/২৩) এবং নবমী (২৩/১০/২৩) মেট্রো ৭২টি পরিষেবা (৩৬টি ইস্ট-বাউন্ড এবং ৩৬টি ওয়েস্ট-বাউন্ড) দেবে। মেট্রো চলবে বেলা ১১:৫৫ থেকে মধ্যরাত পর্যন্ত। প্রতি ২০ মিনিট অন্তর মেট্রো পাওয়া যাবে।
advertisement
প্রথম পরিষেবা
১১:৫৫ শিয়ালদহ থেকে সল্টলেক সেক্টর ফাইভ
১২:০০ সল্টলেক সেক্টর ফাইভ থেকে শিয়ালদহ
advertisement
শেষ পরিষেবা
২৩:৩৫ শিয়ালদহ থেকে সল্টলেক সেক্টর ফাইভ
২৩:৪০ সল্টলেক সেক্টর ফাইভ থেকে শিয়ালদহ
দশমী
যাত্রীদের সুবিধার্থে দশমীর দিন (২৪/১০/২৩) মেট্রো ৪৮টি পরিষেবা (২৪টি ইস্ট-বাউন্ড এবং ২৪টি ওয়েস্ট-বাউন্ড) দেবে। মেট্রো চলবে বেলা ১১:৫৫ থেকে রাত ৮ টা পর্যন্ত। প্রতি ২০ মিনিট অন্তর মেট্রো পাওয়া যাবে।
advertisement
প্রথম পরিষেবা
১১:৫৫ শিয়ালদহ থেকে সল্টলেক সেক্টর ফাইভ
১২:০০ সল্টলেক সেক্টর ফাইভ থেকে শিয়ালদহ
শেষ পরিষেবা
১৯:৩৫ শিয়ালদহ থেকে সল্টলেক সেক্টর ফাইভ
১৯:৪০ সল্টলেক সেক্টর ফাইভ থেকে শিয়ালদহ
ইস্ট -ওয়েস্ট  মেট্রোয় স্বাভাবিক পরিষেবা আবার ২৫/১০/২০২৩ থেকে পাওয়া যাবে।
পার্পল লাইন
সপ্তমী (২১/১০/২৩), অষ্টমী (২২/১০/২৩), নবমী (২৩/১০/২৩) এবং দশমীর দিন (২৪/১০/২৩) জোকা থেকে তারাতলার  মধ্যে  পার্পল লাইনে কোনও মেট্রো পরিষেবা চালানো হবে না।
বাংলা খবর/ খবর/কলকাতা/
Kolkata Metro in Durga Puja: পুজোয় যাত্রীদের জন্য সুখবর! মেট্রো চলবে মাঝরাতেও, জানুন শেষ ও প্রথম মেট্রোর সময়
Next Article
advertisement
'মায়েদের রান্নার জিরেতে  জিএসটি, আর হিরেতে নেই...?' 'ওদের আছে দুটো E, আমাদের কাছে (M)3', গর্জে উঠলেন অভিষেক!
'মায়েদের রান্নার জিরেতে জিএসটি, আর হিরেতে নেই...?' গর্জে উঠলেন অভিষেক!
  • 'মায়েদের রান্নার জিরেতে জিএসটি, আর হিরেতে নেই...?' অভিষেক বন্দ্যোপাধ্যায়

  • 'ওদের আছে দুটো E, আমাদের কাছে (M)3', গর্জে উঠলেন অভিষেক!

  • মোদি সরকারের নতুন জিএসটি ২.০ লাগু করা নিয়ে এবার চরম নিশানা

VIEW MORE
advertisement
advertisement