Kolkata Metro in Durga Puja: পুজোয় যাত্রীদের জন্য সুখবর! মেট্রো চলবে মাঝরাতেও, জানুন শেষ ও প্রথম মেট্রোর সময়
- Published by:Teesta Barman
- news18 bangla
- Written by:ABIR GHOSHAL
Last Updated:
Kolkata Metro in Durga Puja: অন্যান্য বছরের মতো এ বছরেও মেট্রো রেলওয়ে দুর্গাপুজোর দিনগুলোতে কলকাতা এবং সংলগ্ন অঞ্চলের বিখ্যাত পুজোগুলো দেখার জন্য ইস্ট-ওয়েস্ট মেট্রোয় মাঝরাত পর্যন্ত মেট্রো চালাবে।
কলকাতা: অন্যান্য বছরের মতো এ বছরেও মেট্রো রেলওয়ে দুর্গাপুজোর দিনগুলোতে কলকাতা এবং সংলগ্ন অঞ্চলের বিখ্যাত পুজোগুলো দেখার জন্য ইস্ট-ওয়েস্ট মেট্রোয় মাঝরাত পর্যন্ত মেট্রো চালাবে। জানিয়েছেন মেট্রো রেলওয়ে কলকাতা কৌশিক মিত্র মুখ্য জনসংযোগ আধিকারিক। ইস্ট-ওয়েস্ট মেট্রোর দুর্গাপুজোর সময়সূচি এই রকম:
সপ্তমী, অষ্টমী ও নবমী
যাত্রীদের সুবিধার্থে সপ্তমী (২১/১০/২৩), অষ্টমী (২২/১০/২৩) এবং নবমী (২৩/১০/২৩) মেট্রো ৭২টি পরিষেবা (৩৬টি ইস্ট-বাউন্ড এবং ৩৬টি ওয়েস্ট-বাউন্ড) দেবে। মেট্রো চলবে বেলা ১১:৫৫ থেকে মধ্যরাত পর্যন্ত। প্রতি ২০ মিনিট অন্তর মেট্রো পাওয়া যাবে।
advertisement
প্রথম পরিষেবা
১১:৫৫ শিয়ালদহ থেকে সল্টলেক সেক্টর ফাইভ
১২:০০ সল্টলেক সেক্টর ফাইভ থেকে শিয়ালদহ
advertisement
শেষ পরিষেবা
২৩:৩৫ শিয়ালদহ থেকে সল্টলেক সেক্টর ফাইভ
২৩:৪০ সল্টলেক সেক্টর ফাইভ থেকে শিয়ালদহ
দশমী
যাত্রীদের সুবিধার্থে দশমীর দিন (২৪/১০/২৩) মেট্রো ৪৮টি পরিষেবা (২৪টি ইস্ট-বাউন্ড এবং ২৪টি ওয়েস্ট-বাউন্ড) দেবে। মেট্রো চলবে বেলা ১১:৫৫ থেকে রাত ৮ টা পর্যন্ত। প্রতি ২০ মিনিট অন্তর মেট্রো পাওয়া যাবে।
advertisement
প্রথম পরিষেবা
১১:৫৫ শিয়ালদহ থেকে সল্টলেক সেক্টর ফাইভ
১২:০০ সল্টলেক সেক্টর ফাইভ থেকে শিয়ালদহ
শেষ পরিষেবা
১৯:৩৫ শিয়ালদহ থেকে সল্টলেক সেক্টর ফাইভ
১৯:৪০ সল্টলেক সেক্টর ফাইভ থেকে শিয়ালদহ
ইস্ট -ওয়েস্ট মেট্রোয় স্বাভাবিক পরিষেবা আবার ২৫/১০/২০২৩ থেকে পাওয়া যাবে।
পার্পল লাইন
সপ্তমী (২১/১০/২৩), অষ্টমী (২২/১০/২৩), নবমী (২৩/১০/২৩) এবং দশমীর দিন (২৪/১০/২৩) জোকা থেকে তারাতলার মধ্যে পার্পল লাইনে কোনও মেট্রো পরিষেবা চালানো হবে না।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
October 07, 2023 11:47 AM IST