NF Railways: পরিকাঠামো মানোন্নয়নের কাজ, বদলাচ্ছে রাজধানীর সময়, একাধিক ট্রেনের সময় বদল, এক নজরে তালিকা
- Published by:Teesta Barman
- Written by:ABIR GHOSHAL
Last Updated:
NF Railways: ট্রাফিক ও পাওয়ার ব্লকের পরিপ্রেক্ষিতে এবং বিভিন্ন পরিকাঠামোমূলক ও সুরক্ষা সম্পর্কিত কাজ করার জন্য নীচের বিবরণ অনুযায়ী কয়েকটি ট্রেনের পরিষেবা আংশিকভাবে বাতিল করা হয়েছে।
পরিকাঠামোমূলক উন্নয়নের কাজের জন্য উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ের কয়েকটি ট্রেন বাতিল, লিডু-ডিব্রুগড় টাউন ডেমুর পরিষেবা মুর্কংসেলেক পর্যন্ত সম্প্রসারণ। মানকটা রোড ওভার ব্রিজ ভেঙে নতুন করে নির্মাণের জন্য তিনসুকিয়া ডিভিশনের ডিব্রুগড় টাউন স্টেশনে ট্রাফিক ও পাওয়ার ব্লকের পরিপ্রেক্ষিতে এবং বিভিন্ন পরিকাঠামোমূলক ও সুরক্ষা সম্পর্কিত কাজ করার জন্য নীচের বিবরণ অনুযায়ী কয়েকটি ট্রেনের পরিষেবা আংশিকভাবে বাতিল করা হয়েছে।
ট্রেন পরিষেবার আংশিক বাতিল: ➢ ২৯.০১.২০২৪ পর্যন্ত ট্রেন নং. ১২৪২৪ (নিউ দিল্লি-ডিব্রুগড় টাউন) রাজধানী এক্সপ্রেসটির যাত্রা ডিব্রুগড় টাউনের পরিবর্তে ডিব্রুগড় স্টেশনে সমাপ্ত করা হবে এবং চাউলখোয়া ও ডিব্রুগড় টাউনের মধ্যে বাতিল থাকবে। ট্রেনটি ডিব্রুগড় স্টেশনে ০৬.০০ ঘণ্টায় পৌঁছবে।
➢ ৩১.০১.২০২৪ পর্যন্ত ট্রেন নং. ১২৪২৩ (ডিব্রুগড় টাউন-নিউ দিল্লি) রাজধানী এক্সপ্রেসটির যাত্রা ডিব্রুগড় স্টেশন থেকে ২০.৫৫ ঘণ্টায় শুরু হবে এবং ডিব্রুগড় টাউন ও চাউলখোয়ার মধ্যে বাতিল থাকবে।
advertisement
advertisement
➢ ৩০.০১.২০২৪ পর্যন্ত ট্রেন নং. ১৫৬৬৯ (গুয়াহাটি-ডিব্রুগড় টাউন) নাগাল্যান্ড এক্সপ্রেসটির যাত্রা ডিব্রুগড় টাউনের পরিবর্তে ডিব্রুগড় স্টেশনে সমাপ্ত করা হবে এবং ডিব্রুগড় টাউন ও চাউলখোয়ার মধ্যে বাতিল থাকবে। ট্রেনটি ডিব্রুগড় স্টেশনে ১০.৩০ ঘণ্টায় পৌঁছবে।
➢ ৩১.০১.২০২৪ পর্যন্ত ট্রেন নং. ১৫৬৭০ (ডিব্রুগড় টাউন-গুয়াহাটি) নাগাল্যান্ড এক্সপ্রেসটির যাত্রা ডিব্রুগড় স্টেশন থেকে ১৪.২০ ঘণ্টায় শুরু হবে এবং ডিব্রুগড় টাউন ও চাউলখোয়ার মধ্যে বাতিল থাকবে।
advertisement
➢ ৩১.০১.২০২৪ পর্যন্ত ট্রেন নং. ০৫৯১৫ (সিমলুগুড়ি-ডিব্রুগড় টাউন) প্যাসেঞ্জার স্পেশ্যাল-এর যাত্রা ডিব্রুগড় টাউনের পরিবর্তে ডিব্রুগড় স্টেশনে সমাপ্ত করা হবে এবং চাউলখোয়া ও ডিব্রুগড় টাউনের মধ্যে বাতিল থাকবে। ট্রেনটি ডিব্রুগড় স্টেশনে ০৮.৪৫ ঘণ্টায় পৌঁছবে।
➢ ৩১.০১.২০২৪ পর্যন্ত ট্রেন নং. ০৫৯১৬ (ডিব্রুগড় টাউন-সিমলুগুড়ি) প্যাসেঞ্জার স্পেশ্যাল-এর যাত্রা ডিব্রুগড় স্টেশন থেকে ১৭.৩৫ ঘণ্টায় শুরু হবে এবং ডিব্রুগড় টাউন ও চাউলখোয়ার মধ্যে বাতিল থাকবে।
advertisement
ট্রেন পরিষেবা সম্প্রসারণ: ৩১.০১.২০২৪ পর্যন্ত ট্রেন নং. ০৭৯০২/০৭৯০৩ (ডিব্রুগড় টাউন-লিডু-ডিব্রুগড় টাউন) ডেমু স্পেশ্যাল-এর পরিষেবা ডিব্রুগড় হয়ে মুর্কংসেলেক পর্যন্ত সম্প্রসারণ করা হয়েছে।
ট্রেন নং. ০৭৯০২ (লিডু-মুর্কংসেলেক) ডেমু স্পেশ্যাল ডিব্রুগড় স্টেশনে পৌঁছবে ০৯:৪০ ঘণ্টায় এবং ০৯:৫০ ঘণ্টায় প্রস্থান করে মুর্কংসেলেক পৌঁছবে ১২:২০ ঘণ্টায়।
advertisement
ফেরত যাত্রার সময়, ট্রেন নং. ০৭৯০৩ (মুর্কংসেলেক-লিডু) ডেমু স্পেশ্যাল মুর্কংসেলেক স্টেশন ছাড়বে ১৫:৩০ ঘণ্টায় এবং ডিব্রুগড় পৌঁছবে ১৭:৩৫ ঘণ্টায়।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
October 07, 2023 8:49 AM IST