NF Railway: পণ্য পরিবহণ উন্নত করতে চায় উত্তর পূর্ব রেল, উন্নতি ঘটানো হচ্ছে গ্রাহক পরিষেবায়
- Published by:Teesta Barman
- Written by:ABIR GHOSHAL
Last Updated:
NF Railway: চলতি বছরে ভারতীয় রেল পণ্য পরিবহণে গতি আনতে চলেছে৷ কোভিড পরবর্তী পরিস্থিতিতে ভারতীয় রেল চাইছে ব্যবসায় আরও শ্রীবৃদ্ধি করতে৷ সেই কারণে সমস্ত জোনে ভারতীয় রেল পণ্য পরিবহণে ব্যবসায়িক লাভ বাড়াতে৷
গ্রাহক সংযোগ উন্নত করতে উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ে ধারাবাহিকভাবে বিভিন্ন উদ্যোগ নিয়ে চলেছে। পণ্য সামগ্রী পরিবহণ ব্যবস্থা উন্নত করতে এবং উন্নত গ্রাহক সংযোগ ব্যবস্থা প্রদান করতে উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ের পক্ষ থেকে একাধিক উদ্যোগ গ্রহণ করা হচ্ছে। এই ধরনের উদ্যোগগুলির অংশ হিসেবে গ্রাহকদের দ্বারা বিভিন্ন সামগ্রীর সহজ পরিবহণের লক্ষ্যে ২০২৩-এর অগাস্ট মাসে বহির্মুখী ও অন্তর্মুখী পণ্য ট্রাফিক হ্যান্ডলিং-এর জন্য আরও কিছু স্টেশন খুলে দেওয়া হয়েছে।
গ্রাহক সংযোগ ব্যবস্থা উন্নত করতে এবং পণ্য রাজস্ব বৃদ্ধি করতে লামডিং ডিভিশনের অন্তর্গত জিরানিয়া স্টেশনটি ০৭ অগাস্ট, ২০২৩ তারিখ থেকে লিফ্ট অন – লিফ্ট অফ অপারেশনের সঙ্গে কন্টেইনার ট্র্যাফিক হ্যান্ডলিং-এর জন্য খোলা হয়েছে। ১১ অগাস্ট ২০২৩ তারিখ থেকে কাটিহার ডিভিশনের অন্তর্গত রঙাপানী স্টেশনকে অন্তর্মুখী অটোমোবাইল ট্র্যাফিক হ্যান্ডলিং-এর জন্য খোলা হয়েছে। ১৮ আগস্ট ২০২৩ তারিখ থেকে তিনসুকিয়া ডিভিশনের অন্তর্গত নর্থ লখিমপুর স্টেশনকে বহির্মুখী কয়লা ট্র্যাফিক হ্যান্ডলিং-এর জন্য খোলা হয়েছে।
advertisement
advertisement
২৮ অগাস্ট ২০২৩ তারিখ থেকে রঙিয়া ডিভিশনের অন্তর্গত আজরা ও মির্জা স্টেশনকে অন্তর্মুখী ক্যালসাইন্ড পেট্রোলিয়াম কোক (সিপিসি) কনসাইনমেন্ট হ্যান্ডলিং-এর জন্য খোলা হয়েছে।
গ্রাহক সংযোগ ব্যবস্থার উন্নয়ন এবং নতুন টার্মিনাল খোলার ফলে পণ্যবাহী ট্রেনের লোডিং ও আনলোডিং বৃদ্ধি পেয়েছে, যার পরিণাম হিসেবে আগামী বছরগুলিতে উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ের রাজস্ব আয় উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে।
advertisement
চলতি বছরে ভারতীয় রেল পণ্য পরিবহণে গতি আনতে চলেছে৷ কোভিড পরবর্তী পরিস্থিতিতে ভারতীয় রেল চাইছে ব্যবসায় আরও শ্রীবৃদ্ধি করতে৷ সেই কারণে সমস্ত জোনে ভারতীয় রেল পণ্য পরিবহণে ব্যবসায়িক লাভ বাড়াতে৷ উত্তর পূর্ব সীমান্ত রেল এমন একটি কঠিন পরিস্থিতিতে ট্রেন চালায় যেখানে পর্বতাঞ্চল রয়েছে৷ প্রাকৃতিক পরিস্থিতি প্রতিকূল হলে রেল চালানো অনেক বেশি চ্যালেঞ্জিং হয়ে যায়৷ এই অবস্থায় পণ্য লোডিং-আনলোডিং করতে রেলের তরফে উদ্যোগ নেওয়া হয়েছে। সড়ক বা বিমানে পণ্য পরিবহণ করতে অনেক খরচ সাপেক্ষ। এই অবস্থায় ট্রেন পথেই জোর দিতে চায় উত্তর পূর্ব সীমান্ত রেল।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
September 21, 2023 10:27 AM IST