বহু যুগ ধরে ভাল সম্পর্ক রয়েছে রাশিয়া ও ইরানের। তা সত্ত্বেও, ইরান-ইজরায়েলের এই যুদ্ধের সময় সরাসরি ইরানের পাশে দাঁড়াতে পারছে না রাশিয়া ৷ তার পিছনে সবচেয়ে বড় কারণই হল সেদেশে বহু আগের থেকেই প্রচুর সংখ্যায় রাশিয়ানদের বাস ৷ তেল আভিভ থেকে শুরু করে জেরুজালেম, ইজরায়েলের সর্বত্রই বড় সংখ্যায় রাশিয়ানদের দেখা যায় ৷
advertisement
সেন্ট পিটার্সবার্গে ইন্টারন্যাশনাল ইকোনমিক ফোরামে এই সংক্রান্ত প্রশ্নের উত্তরে পুতিন বললেন, ‘‘পূর্বতন সোভিয়েত ইউনিয়ন ও রাশিয়া ফেডারেশনের প্রায় ২০ লক্ষ লোক ইজরায়েলে বসবাস করেন। আজ এটা প্রায় রাশিয়াভাষী দেশে পরিণত হয়েছে। এবং নিঃসন্দেহে, রাশিয়ার সাম্প্রতিক ইতিহাসে আমরা এই বিষয়টা সবসময় দেখি।”
সঙ্গী রাষ্ট্রগুলির প্রতি রাশিয়ার কি তাহলে কোনও আনুগত্য নেই ? সমালোচকদের এমন প্রশ্নকে তিনি উস্কানিমূলক বলে অভিযোগ করেছেন। পুতিন বলেছেন, আরব দেশগুলি এবং ইসলামিক দেশগুলির সঙ্গে রাশিয়ার সম্পর্ক দীর্ঘ সময় ধরে বন্ধুত্বপূর্ণ। তিনি জোর দেন এবিষয়েযে, রাশিয়ার জনসংখ্যার প্রায় ১৫ শতাংশই মুসলিম।
এদিকে সংবাদ সংস্থা রয়টার্স জানিয়েছে, সোমবার সকালে জেরুসালেমে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছে। জেরুসালেমের আকাশে একটি ক্ষেপণাস্ত্রও দেখা গিয়েছে বলে দাবি স্থানীয়দের। অন্যদিকে এদিন সকালে ইরানের ৬টি বিমানবন্দরে হামলা চালিয়েছে ইজরায়েলও।