TRENDING:

রাষ্ট্রসংঘের রিপোর্টে তীব্র আপত্তি ভারতের, রোহিঙ্গা ‘হেনস্থা’ অভিযোগ খারিজ নয়াদিল্লির

Last Updated:

পহেলগাঁও হামলার পর থেকে মায়ানমারের ‘শরণার্থী’ রোহিঙ্গাদের হেনস্তা করছে ভারত এমন অভিযোগ করেছে রাষ্ট্রসংঘ, আর এই অভিযোগের তীব্র নিন্দা করল ভারত।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
নয়াদিল্লি: পহেলগাঁও হামলার পর থেকে মায়ানমারের ‘শরণার্থী’ রোহিঙ্গাদের হেনস্তা করছে ভারত এমন অভিযোগ করেছে রাষ্ট্রসংঘ, আর এই অভিযোগের তীব্র নিন্দা করল ভারত। এই দাবি সম্পূর্ণ প্রত্যাখ্যান করেছে নয়াদিল্লি। সাউথ ব্লকের তরফে জানানো হয়েছে, মায়ানমারে মানবাধিকার পরিস্থিতি নিয়ে রাষ্ট্রসংঘের সাম্প্রতিক রিপোর্ট “পক্ষপাতদুষ্ট ও অসত্য তথ্যের ভিত্তিতে তৈরি।”
কী বললেন দিলীপ সাইকিয়া?
কী বললেন দিলীপ সাইকিয়া?
advertisement

রাষ্ট্রসংঘের ওই রিপোর্টে বিশেষ প্রতিবেদক ‘থমাস অ্যান্ড্রুজ’ দাবি করেছেন, গত এপ্রিলে পহেলগাঁও হামলার পর থেকে ভারতে থাকা রোহিঙ্গারা চাপে রয়েছেন। তাঁর বক্তব্য অনুযায়ী, ভারতীয় কর্তৃপক্ষ গত কয়েক মাসে বহু রোহিঙ্গাকে আটক করে জিজ্ঞাসাবাদ করেছে এবং তাঁদের মায়ানমারে ‘প্রত্যর্পণের হুমকি’ও দেওয়া হয়েছে।

রিপোর্টে আরও বলা হয়েছে, মে মাসে দিল্লিতে আটক হওয়া নারী ও শিশুসহ প্রায় ৪০ জন রোহিঙ্গাকে আন্দামান–নিকোবর দ্বীপপুঞ্জে নিয়ে গিয়ে মায়ানমারের দিকে পাঠানো হয়েছে। এমনকি, কিছু রোহিঙ্গাকে বাংলাদেশেও ফেরত পাঠানো হয়েছে— যদিও তাঁদের কাছে বৈধ ‘শরণার্থী শনাক্তকরণ নথি’ ছিল বলে দাবি প্রতিবেদকের।

advertisement

এরপরেই এই গোটা রিপোর্টটিই পক্ষপাতদুষ্ট ও ভিত্তিহীন” বলে দাবি করেছেন দিলীপ সাইকিয়া। রাষ্ট্রসংঘের সাধারণ সভার তৃতীয় কমিটিতে ভারতের প্রতিনিধি ও বিজেপি সাংসদ দিলীপ সাইকিয়া এই প্রসঙ্গে বলেন, “রাষ্ট্রসংঘের বিশেষ প্রতিবেদকের এই রিপোর্টের কোনও বাস্তব ভিত্তি নেই। এটি সম্পূর্ণ পক্ষপাতদুষ্ট বিশ্লেষণের উদাহরণ। ভারত এই রিপোর্টকে মান্যতা দিচ্ছে না।”

সেরা ভিডিও

আরও দেখুন
'এই' ছোট্ট একটি গ্রামে হয় ২৭ টি জগদ্ধাত্রী পুজো, দেখতে হলে যেতে হবে 'নবাবে'র জেলায়
আরও দেখুন

তিনি আরও অভিযোগ করেন, রোহিঙ্গাদের বিষয়ে রাষ্ট্রসংঘের তথ্য বিভ্রান্তিকর ও একতরফা। ভবিষ্যতে এমন পক্ষপাতহীন রিপোর্ট তৈরি করার জন্য সংস্থাটিকে আরও সতর্ক হওয়ার পরামর্শও তিনি দেন।

advertisement

বাংলা খবর/ খবর/বিদেশ/
রাষ্ট্রসংঘের রিপোর্টে তীব্র আপত্তি ভারতের, রোহিঙ্গা ‘হেনস্থা’ অভিযোগ খারিজ নয়াদিল্লির
Open in App
হোম
খবর
ফটো
লোকাল