রিমঝিম বর্ষায় ভিজছে স্বপ্ননগরী; বৃষ্টিস্নাত প্রকৃতির হাতছানিতে নিজেকে আর ধরে রাখতে পারলেন না মাধুরী, নব্বইয়ের দশকের নস্ট্যালজিয়ায় ভাসলেন ভক্তরাও
- Published by:Siddhartha Sarkar
Last Updated:
Madhuri Dixit: তাঁর সেই একই মুক্তোঝরানো হাসি, উচ্ছল ঝর্ণার মতো নাচ দেখে নিমেষেই মুগ্ধতা ছড়িয়ে পড়েছে ভক্তদের মনেও।
মুম্বই: দেশের বিভিন্ন রাজ্যে ইতিমধ্যেই বর্ষা প্রবেশ করতে শুরু করেছে। তুমুল বৃষ্টিতে ভিজছে বাণিজ্যনগরী মুম্বইও। আর এমন বৃষ্টি-সিক্ত প্রকৃতির মাঝে সম্পূর্ণ অন্য অবতারে ধরা দিলেন বলিউডের ‘ধক-ধক গার্ল’ মাধুরী দীক্ষিত। তাঁর সেই একই মুক্তোঝরানো হাসি, উচ্ছল ঝর্ণার মতো নাচ দেখে নিমেষেই মুগ্ধতা ছড়িয়ে পড়েছে ভক্তদের মনেও।
আসলে সোমবার নিজের ইনস্টাগ্রামে একটি মিষ্টি ভিডিও শেয়ার করে নিয়েছেন মাধুরী। তাতে দেখা যাচ্ছে, অভিনেত্রীর পরনে রয়েছে উজ্জ্বল লাল রঙের প্রিন্টেড কো-অর্ড সেট। মুখে মেক-আপের ছিঁটেফোঁটাও নেই। একটি সুন্দর লেকের ধারে সবুজে ঘেরা পরিবেশে একটা বড় সাদা ছাতা মেলে বৃষ্টির ধারা উপভোগ করছেন তিনি।
advertisement
advertisement
এখানেই শেষ নয়, নিজের কেরিয়ারের অন্যতম ব্লকবাস্টার ছবির হিট গান ‘ইয়ে মৌসম কা জাদু হ্যায় মিতওয়া’-র তালে পা মেলালেন মাধুরী। এই গানের সঙ্গে বৃষ্টিস্নাত পরিবেশের দারুণ মিল। ফলে নিজেকে আর আটকে রাখতে পারেননি বলিউডের নৃত্য-সম্রাজ্ঞী। বৃষ্টির এই মন-হারানো মরশুমে যেন নিজেও সবুজ প্রকৃতির মাঝে হারিয়ে গিয়েছিলেন তিনি। ক্যাপশনে লিখেছেন, “এই মরশুমের জাদু ছড়িয়ে পড়ুক।”
advertisement
advertisement
প্রসঙ্গত ১৯৯৪ সালে মুক্তিপ্রাপ্ত কিংবদন্তি ছবি ‘হাম আপকে হ্যায় কৌন’-এ ব্যবহার করা হয়েছিল এই গানটি। সেখানে সলমন খানের বিপরীতে দেখা গিয়েছিল মাধুরীকে। লতা মঙ্গেশকরের কণ্ঠে প্রাণ পেয়েছিল সুন্দর এই গানটি। আর এখনও তা ভক্তদের মনে রয়ে গিয়েছে। আর এই গানে আবার মাধুরীকে নাচতে দেখে রীতিমতো নস্ট্যালজিয়া ঘিরে ধরেছে ভক্তদেরও। তাঁরাও যেন ফিরে গিয়েছেন সেই নব্বইয়ের দশকে। এক ভক্ত লিখেছেন যে, “বৃষ্টি ভালবাসি। উপভোগ করুন ম্যাম। আপনাকেও ভালবাসি।” আর একজন ভক্ত আবার লিখেছেন, “প্রত্যেক মরশুমেই এই জাদু আপনার সঙ্গেই থাকুক!” তৃতীয় নেটাগরিক আবার মাধুরীর হাজার ওয়াটের সেই হাসির ঝলকের প্রশংসা করে লেখেন, “আপনার হাসির জাদু আছে, সম্রাজ্ঞী।” অন্য একজন ভক্তের মন্তব্য, “এটা আবহাওয়ার জাদু নয়, বরং মাধুরী দীক্ষিতের জাদু। বরাবরই সুন্দর…।”
advertisement
বলাই বাহুল্য যে, মাধুরী-ম্যাজিক সেই আগের মতোই রয়ে গিয়েছে। কে বলবেন যে, অভিনেত্রী গত ১৫ মে ৫৮ বছরে পা রেখেছেন! স্ত্রীর জন্মদিনে তাঁকে শুভেচ্ছা জানিয়ে কিছু ছবি ভাগ করে নিয়েছেন মাধুরীর স্বামী ডা. শ্রীরাম নেনে। একটি ছবিতে দেখা যাচ্ছে, হাতে হাত রেখে বসে রয়েছেন মাধুরী-শ্রীরাম। মুখে লেগে রয়েছে আলতো হাসি। আর একে অপরের চোখে যেন হারিয়ে গিয়েছেন তাঁরা। প্রসঙ্গত, মাধুরীকে শেষ দেখা গিয়েছে ‘ভুল ভুলাইয়া ৩’ ছবিতে। সেখানে তাঁর পাশাপাশি দেখা গিয়েছে কার্তিক আরিয়ান, তৃপ্তি দিমরি এবং বিদ্যা বালানকে।
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Mumbai,Maharashtra
First Published :
June 23, 2025 11:23 AM IST