পূর্ব চিনের শ্যানডং প্রদেশ সে দেশের দ্বিতীয় সর্বোচ্চ ঘনবসতিপূর্ণ এলাকা। ২০২০ সালের পরিসংখ্যান অনুযায়ী, এই প্রদেশে ১০ কোটির বেশি মানুষ বসবাস করেন। শ্যানডঙের মাটিতেই লুকিয়ে চিনের এই গুপ্তধন। উল্লেখযোগ্য বিষয় হল, নতুন সন্ধান পাওয়া ওই খনিটি শ্যানডঙের রুশান এলাকায় থাকা এখনও পর্যন্ত বৃহত্তম স্বর্ণখনি হিসেবেও বিবেচিত হয়েছে।
আরও পড়ুন: 'আমাকেও ডেকেছিল তদন্তে, কী হল সেটার?' বিস্ফোরক বিমান বসু! কোন তদন্তের কথা বলছেন?
advertisement
মূলত, শ্যানডঙের ওই এলাকায় নতুন খনির সন্ধান যে মিলতে পারে, তা আগে থেকেই অনুমান করেছিলেন বিশেষজ্ঞরা। এই পরিস্থিতিতে দীর্ঘ ৮ বছর যাবৎ পর্যবেক্ষণের পর ওই খনির খোঁজ পাওয়া যায়। শ্যানডঙের ওই সোনার খনির নাম শিলাওকোউ খনি। স্থানীয় প্রশাসনের তরফে জানানো হয়েছে, শিলাওকোউ খনিতে অপরিশোধিত অবস্থায় যে সোনা রয়েছে, তা অত্যন্ত উচ্চ মানের। সহজেই তা পরিশোধন করে কাজে লাগানো যাবে।
আরও পড়ুন: কলকাতায় গঙ্গার ঘাটের কাছে মরণ ফাঁদ, একের পর এক মৃত্যু! কী কারণ, কী রয়েছে গঙ্গার নীচে?
প্রসঙ্গত, চিনে সোনার অভাব নেই। এই দেশের নানা প্রান্তে ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে অজস্র সোনার খনি। প্রকৃতি যেন দু’হাত খুলে সোনাদানায় ভরিয়ে দিয়েছে চিনকে। দেশের অর্থনীতির উন্নয়নেও এই হলুদ ধাতুর গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এই পরিস্থিতিতে এত বড় নতুন সোনার খনি মেলা চিনের জন্য বিশেষ ইতিবাচক বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।