TRENDING:

লটারিতে পেয়েছেন ৮২ কোটি! খরচ করার জন্য মনের মতো স্ত্রী খুঁজছেন যুবক

Last Updated:

Jackpot Winner: সুপারকার ও বিলাসবহুল ঘড়ি দেদার কেনার পর এ বার যুবকের লক্ষ্য একজন জীবনসঙ্গিনী সন্ধান৷ কেন? বাকি টাকা খরচ করার জন্য৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
লটারি জেতার পর আনন্দে আত্মহারা হয়ে যাওয়াই দস্তুর৷ কী করে বড় অঙ্কের টাকা খরচ করবেন, ভেবে পান না৷ চলতে থাকে পরিকল্পনা, কত টাকা খরচ করা হবে, কীভাবে খরচ করা হবে, কত টাকাই বা রাখা হবে সঞ্চয়ে৷ খরচ করার উপায় ভাবতে ভাবতেই চলে যায় সময়৷
ইতিমধ্যেই ফেরারি ও পোর্শে কিনে খরচ করেছেন প্রায় ৬ কোটি টাকা
ইতিমধ্যেই ফেরারি ও পোর্শে কিনে খরচ করেছেন প্রায় ৬ কোটি টাকা
advertisement

সেই সময় খরচ করতে রাজি নন জার্মানির ডর্টমুন্ডের বাসিন্দা কুরসত ইলডিরিম৷ গত ২৪ সেপ্টেম্বর তিনি লটারির জ্যাকপট জিতেছেন৷ পেয়েছেন প্রায় ১০ মিলিয়ন ইউরো৷ ভারতীয় মুদ্রায় এর পরিমাণ ৮২ কোটি টাকা৷ সুপারকার ও বিলাসবহুল ঘড়ি দেদার কেনার পর এ বার যুবকের লক্ষ্য একজন জীবনসঙ্গিনী সন্ধান৷ কেন? বাকি টাকা খরচ করার জন্য৷

advertisement

ইলডিরিমের বাবা তুরস্ক থেকে আসা অভিবাসী৷ দেশান্তরী পরিবারের ছেলে ইলডিরিম কাজ করতেন একটি স্টিলের কারখানায়৷ লটারি পাওয়ার পর সে কাজ ছেড়ে দিয়েছেন৷ ইতিমধ্যেই ফেরারি ও পোর্শে কিনে খরচ করেছেন প্রায় ৬ কোটি টাকা৷

আরও পড়ুন :  নেপালের খুম্বু হিমবাহের দুর্গম জনহীন ‘ভূতুড়ে গলি’-তে লেন্সবন্দি দুর্লভ তুষারচিতা, বাজিমাত তরুণী আলোকচিত্রীর

advertisement

জার্মান সংবাদমাধ্যমে তিনি জানিয়েছেন তিনি এখনও সিঙ্গল৷ এখন বিয়ে করতে চান৷ তবে জীবনসঙ্গিনীর রূপ নিয়ে আদৌ ভাবিত নন৷ বলেছেন ‘‘আমি শুধু প্রেমে পড়তে চাই৷ আমি এমন মহিলাকেই বিয়ে করতে চাই যিনি বেড়াতে ভালবাসেন এবং আমার সঙ্গে সংসার করতে আগ্রহী৷’’

সেরা ভিডিও

আরও দেখুন
ফাঁকা জায়গার লাগবে না, আমবাগানেই হচ্ছে কুইন্টাল কুইন্টাল ফলন! বিনা ব্যয়ে লাভ পাচ্ছেন চাষি
আরও দেখুন

আরও সংযোজন, লটারিজয়ী ইলডিরিম চান জীবনসঙ্গিনী যেন তাঁর উপর থেকে আস্থা না হারিয়ে ফেলেন, যা-ই হয়ে যাক না কেন! এমনকি, জার্মান ট্যাবলয়েড তো তাঁর ইমেল আইডি-ও প্রকাশ করেছে৷ যাতে আগ্রহী যুবতীরা আবেদন করতে পারেন৷ অর্ধাঙ্গিনী সন্ধানের পাশাপাশি তিনি লটারিও খেলে যাচ্ছেন৷ জানিয়েছেন, ১৫ বছরের এই অভ্যাস তিনি ছাড়তে পারবেন না৷

advertisement

বাংলা খবর/ খবর/বিদেশ/
লটারিতে পেয়েছেন ৮২ কোটি! খরচ করার জন্য মনের মতো স্ত্রী খুঁজছেন যুবক
Open in App
হোম
খবর
ফটো
লোকাল