আরও পড়ুন: সর্বাধিক ভোট পেয়ে রাষ্ট্রসংঘের মানবাধিকার কাউন্সিলের সদস্য হিসেবে নির্বাচিত ভারত
জানা গিয়েছে উপকূলীয় ওমানের দিকে ধেয়ে আসছে এই লুবান। জারি হয়েছে ভূমি ধ্বসের সতর্কতাও । এই পূর্বাভাসের জেরে কর্মরত নাবিকেরা অনেকেই অন্যত্র যেতে শুরু করেছিলেন কিন্তু যেতে আপত্তি করেন অনেকেই । আরব সাগরের কেন্দ্রীয় পশ্চিম অংশের উপর তৈরি হয়েছে ৪৫০ কিলোমিটার গভীর এই ঘূর্ণিঝড়, যেই কারণেই এই নাবিকদের কার্যত জোর করেই অন্য স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে ।
advertisement
আরও পড়ুন: শনিবারেও অব্যাহত জ্বালানির দাম বৃদ্ধি, চার শহরে মহার্ঘ পেট্রোল
গুজরাতের মুখ্যমন্ত্রী বিজয় রুপানি, কেন্দ্র ও রাজ্যের নৌ-দফতরের সঙ্গে আলোচনার পরেই এই ভারতীয় নাবিকদের নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে গিয়েছে ভারতীয় নৌ-সেনা ।
রুপানি ও কেন্দ্রকে সঠিক সময়ে পদক্ষেপ নেওয়ার জন্য অভিনন্দন জানিয়ে একটি বিবৃতি দিয়েছে রয়াল নেভি অফ ওমান ।