শনিবারেও অব্যাহত জ্বালানির দাম বৃদ্ধি, চার শহরে মহার্ঘ পেট্রোল

Last Updated:
1/6
শনিবার ফের বাড়ল পেট্রোপণ্যের দাম । কেন্দ্রের শুল্কে ছাড়ের ঘোষণার পর বিজেপি শাসিত রাজ্যগুলিতে ৫ টাকা করে কমেছিল জ্বালানির দাম । জাতীয় স্তরেও মাত্র একদিনের জন্যই কমেছিল দাম কিন্তু সেই স্বস্তি একদমই দীর্ঘস্থায়ী হয়নি । গত ৫ দিন ধরে লাগাতার বেড়েছে জ্বালানির দাম ।(ছবি: সংগৃহীত)
শনিবার ফের বাড়ল পেট্রোপণ্যের দাম । কেন্দ্রের শুল্কে ছাড়ের ঘোষণার পর বিজেপি শাসিত রাজ্যগুলিতে ৫ টাকা করে কমেছিল জ্বালানির দাম । জাতীয় স্তরেও মাত্র একদিনের জন্যই কমেছিল দাম কিন্তু সেই স্বস্তি একদমই দীর্ঘস্থায়ী হয়নি । গত ৫ দিন ধরে লাগাতার বেড়েছে জ্বালানির দাম ।(ছবি: সংগৃহীত)
advertisement
2/6
জেনে নিন আজ চার শহরে কতটা চড়ল পেট্রোপণ্যের দাম ।(ছবি: সংগৃহীত)
জেনে নিন আজ চার শহরে কতটা চড়ল পেট্রোপণ্যের দাম ।(ছবি: সংগৃহীত)
advertisement
3/6
আজ চতুর্থীর দিনেও কলকাতায় কমেনি পেট্রোলের দাম । এই মুহূর্তে কলকাতায় পেট্রোলের দাম ৮৪.৪৮ টাকা ও ডিজেলের দাম ৭৭.০৪ টাকা । (ছবি: সংগৃহীত)
আজ চতুর্থীর দিনেও কলকাতায় কমেনি পেট্রোলের দাম । এই মুহূর্তে কলকাতায় পেট্রোলের দাম ৮৪.৪৮ টাকা ও ডিজেলের দাম ৭৭.০৪ টাকা । (ছবি: সংগৃহীত)
advertisement
4/6
রাজধানী নয়াদিল্লিতে প্রতি লিটার পেট্রোলের দাম ১৮ পয়সা বেড়ে হয়েছে ৮২.৬৬ টাকা । ডিজেলের দাম প্রতি লিটার ২৯ পয়সা বেড়ে হয়েছে ৭৫.১৯ টাকা । (ছবি: সংগৃহীত)
রাজধানী নয়াদিল্লিতে প্রতি লিটার পেট্রোলের দাম ১৮ পয়সা বেড়ে হয়েছে ৮২.৬৬ টাকা । ডিজেলের দাম প্রতি লিটার ২৯ পয়সা বেড়ে হয়েছে ৭৫.১৯ টাকা । (ছবি: সংগৃহীত)
advertisement
5/6
মুম্বই শহরেও ঊর্ধমুখী পেট্রোপণ্যের দাম । ১৮ পয়সা বৃদ্ধি পেয়ে পেট্রোলের দাম হয়েছে ৮৮.১২ টাকা । ডিজেলের দাম বৃদ্ধি পেয়েছে ৩১ পয়সা ও এই মুহূর্তের দাম ৭৮.৮২ টাকা প্রতি লিটার । (ছবি: সংগৃহীত)
মুম্বই শহরেও ঊর্ধমুখী পেট্রোপণ্যের দাম । ১৮ পয়সা বৃদ্ধি পেয়ে পেট্রোলের দাম হয়েছে ৮৮.১২ টাকা । ডিজেলের দাম বৃদ্ধি পেয়েছে ৩১ পয়সা ও এই মুহূর্তের দাম ৭৮.৮২ টাকা প্রতি লিটার । (ছবি: সংগৃহীত)
advertisement
6/6
গতকালের চেয়ে চেন্নাই শহরেও বেড়েছে জ্বালানির দাম । পেট্রোলের দাম ৮৫.৯২ টাকা ও ডিজেলের দাম হয়েছে ৭৯.৫১ টাকা । (ছবি: সংগৃহীত)
গতকালের চেয়ে চেন্নাই শহরেও বেড়েছে জ্বালানির দাম । পেট্রোলের দাম ৮৫.৯২ টাকা ও ডিজেলের দাম হয়েছে ৭৯.৫১ টাকা । (ছবি: সংগৃহীত)
advertisement
advertisement
advertisement