চিনের শানদং প্রদেশের গাওমি অঞ্চলের এই রাসায়নিক কারখানায় ভয়াবহ বিস্ফোরণে গোটা এলাকা কেঁপে ওঠে। মুহূর্তের মধ্যে গোটা এলাকা কালো ধোয়ায় ঢেকে যায়৷ বহু দূর থেকেও যা পরিষ্কার দেখতে পাওয়া যাচ্ছিল৷
advertisement
ঘটনার চোটে তীব্র আতঙ্কের সৃষ্টি হয়, লোকজন বাইরে চলে আসে৷ ইতিমধ্যেই ২৩০-র বেশি দমকলকর্মী মোতায়েন করা হয়েছে। বিস্ফোরণের তীব্রতায় তিন কিলোমিটার দূরের গুদামের জানালাও ভেঙে পড়ে। জানা গিয়েছে, ৭ কিলোমিটার দূরের এক বাড়িরও না কি সব কাচ ভেঙে গিয়েছে৷
এই ঘটনাটি ঘটেছে ওয়েইফাং শহর। সেখানেই একটি শিল্পপার্কে অবস্থিত Gaomi Youdao Chemical Co. নামক সংস্থার কারখানায় বিষ্ফোরণটি ঘটে। সংস্থাটি কীটনাশক ও ওষুধ প্রস্তুতকারক রাসায়নিক উৎপাদন করে। প্রায় ৫০০-রও বেশি কর্মচারী এই কারখানায় কাজ করেন।
স্থানীয় এক বাসিন্দা নাম প্রকাশ না করে জানিয়েছেন, তিনি কারখানা থেকে সাত কিলোমিটার দূরে থাকলেও তাঁর বাড়িও কেঁপে ওঠে এবং আকাশে ঘন কালো ধোঁয়ার বিশাল স্তম্ভ উঠতে দেখেছেন। বিস্ফোরণের সেই ভিডিও ইতিমধ্যেই X (Twitter)-এ ভাইরাল হয়েছে।
চিনের Ministry of Emergency Management পরিস্থিতির গুরুত্ব বুঝে দেরি করেনি। তারা দ্রুত বিশেষজ্ঞ দল পাঠিয়েছে। এর মধ্যে দমকলকর্মী, চিকিৎসক ও নিরাপত্তা আধিকারিকেরা রয়েছেন। এখনও পর্যন্ত আহত বা নিহতের নির্দিষ্ট কোনও তথ্য প্রকাশ করেনি প্রশাসন।
ভয়াবহ বিষ্ফোরণ এবং তারপর দাউ দাউ করে জ্বলতে থাকা আগুন। পরিস্থিতি মোকাবিলায় বেশ সমস্যায় পড়তে হয়েছে দমকম কর্মীদের৷ CCTV-র রিপোর্ট অনুযায়ী, মোট ২৩০-রও বেশি দমকলকর্মী ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাচ্ছেন। উদ্ধারকাজ জারি রয়েছে।
এমন ঘটনা এবারই প্রথম তা নয়৷ এর আগেও এমন হয়েছে, দুর্ঘটনার শিকার হতে হয়েছে একাধিক মানুষকে৷ এই দুর্ঘটনা চিনের রাসায়নিক শিল্পে নিরাপত্তা নিয়ে আবারও প্রশ্ন তুলে দিল।