আসলে কানাডার (Canada) রাজধানী অটওয়া-তে শনিবার হাজার হাজার লোকের টিকাকরণ মাস্ট করে দেওয়ায় সকলে কোভিড ১৯ -র বিরুদ্ধে বিরোধিতায় পথে নেমেছেন৷ এই বিরোধিতায় প্রদর্শনকারীরা একে ফ্যাসিবাদের সঙ্গে তুলনা করেছেন৷ তাঁরা কানাডার পতাকার সঙ্গে নাৎজি প্রতীকের ব্যবহার করেছেন৷ বেশ কিছু বিরোধকারীরা প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর (Justin Trudeau) সমালোচনা করে তাঁর তীব্র সমালোচনা করেছেন৷
advertisement
আরও পড়ুন - Love and Sex: গভীর ও মজবুত হবে সম্পর্ক, প্রেম মাখোমখো করতে এই ধরনের করুন কাপল থেরাপি!
করোনাভাইরাস (Covid 19) টিকাকরণ বাধ্যতামূলক করায় বিরোধিতা (Protest against covid 19)
মন্ট্রিয়াল থেকে ডেভিড স্যান্টোস বলেছেন টিকাকরণ বাধ্যতামূলক করা স্বাস্থ্য সংক্রান্ত নয়, বরং এটা সরকার দ্বারা সবকিছু নিয়ন্ত্রণ করার একটা প্রয়াস৷ বিরোধ প্রদর্শনকারীরা আয়োজকরা সসমস্ত কোভিড ১৯ (Covid 19) গাইডলাইন অ্যাপ্লাই করা এবং টিকাকরণ অনিবার্য করার সিদ্ধান্ত সরকারকে ফিরিয়ে নিতে হবে৷ এর পাশাপাশি কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর (Justin Trudeau) ইস্তফার দাবিতেও সরব হয়েছেন৷ প্রধানমন্ত্রী বলেছিলেন ট্রাক ড্রাইভাররা বিজ্ঞানবিরোধী৷ তাঁরা নিজেরাই নন, পুরো দেশের জন্য ক্ষতিকর৷ বলা হচ্ছে ওটাওয়া প্রধানমন্ত্রীর বাড়ির বাইরে ৫০ হাজার ট্রাক ড্রাইভাররা ২০ হাজার ট্রাক নিয়ে তার বাড়ি ঘিরে ধরেছেন৷
আরও পড়ুন - Cancer Symptoms in Women: পিরিয়ডসে বদল থেকে স্তনের আকারে পরিবর্তন, এসবই হতে পারে ক্যান্সারের লক্ষণ
১০ হাজার প্রদর্শনকারী এখন রাজধানীতে
কোভিড ১৯ বিরুদ্ধে প্রদর্শনকারীদের মধ্যে ১০ হাজার লোক অটওয়াতে ঢুকে পড়েছেন৷ ফলে সুরক্ষা বন্দোবস্ত করা হয়েছে৷ তবে কতজন প্রদর্শনকারী সঠিক সংখ্যা নিরাপত্তা আধিকারিকরা জানেন না৷
যুদ্ধ স্মারকের ওপর অভদ্র প্রদর্শন
প্রদর্শনকারীদের মধ্যে শিশু ও মহিলারা সামিল হয়েছে৷ রিপোর্ট অনুযায়ি কিছু মানুষ আক্রমণাত্মক হয়ে উঠেছেন এবং অশ্লীল বয়ান দিচ্ছে৷ সবাইয়ের সরাসরি আক্রমণ করেছে৷