রবিবার সন্ধ্যায় একদল হামলাকারী সমীর দাস নামে ২৮ বছর বয়সি অটোচালককে পিটিয়ে এবং ছুরি দিয়ে কুপিয়ে হত্যা করে বলে অভিযোগ। সাংবাদিক সালাহ উদ্দিন শোয়েব চৌধুরীর মতে, হামলাকারীরা সমীর দাসের ব্যাটারিচালিত অটোরিকশাটি কেড়ে নিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
সমীর ছিলেন কার্তিক কুমার দাস ও রিনা রানী দাসের বড় ছেলে।
আরও পড়ুন: যাকে ভালবাসো, তাকে ঘুমোতে দাও! বলছে নয়া গবেষণা, নয়তো মৃত্যু আসন্ন? জানুন
ভারতের প্রতিবেশী বাংলাদেশে সংখ্যালঘুদের উপর হামলার ধারাবাহিকতার এটি সর্বশেষ ঘটনা। জুলাই মাসে সিঙ্গাপুরে বিদ্রোহ সংগঠক শরীফ ওসমান হাদির মৃত্যুর পর প্রতিবেশী দেশটিতে সহিংস বিক্ষোভ শুরু হওয়ার পর বাংলাদেশে পর পর সংখ্যালঘু লাঞ্ছিত, আক্রমণ ও খুনের ঘটনা সামনে এসেছে।
আরও পড়ুন: ‘আমি আর ফিরতে চাই না…’, তবে কি মেয়ের ৫ বছরের জন্মদিনেই অবসর ঘোষণা অনুষ্কার? পোস্ট ঘিরে তোলপাড়
পাবনা জেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক এবং সঙ্গীতজ্ঞ প্রলয় চাকী রবিবার রাতে হৃদরোগে আক্রান্ত হয়ে কারাগারে মারা গিয়েছেন বলে জানা গিয়েছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উপর হামলার অভিযোগে চাকীকে গ্রেফতার করা হয়েছিল। আওয়ামী লীগের সমর্থকরা দাবি করেছেন যে, তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ মিথ্যা।
