বিবিসি-র কাছে এক বিবৃতি দিয়ে Astronomer সংস্থার তরফে জানানো হয়েছে যে, “Astronomer-এর চিফ পিপল অফিসার পদ সামলেছেন ক্যাবট। বর্তমানে তিনি আর সংস্থার কেউ নন। তিনি পদত্যাগ করেছেন।” প্রসঙ্গত, গত ১৬ জুলাই ম্যাসাচুসেটস, বস্টনের কাছে কোল্ডপ্লে-র কনসার্ট চলছিল। সেখানেই কিস ক্যামে আদুরে ভঙ্গিতে বাহুলগ্না অবস্থায় ধরা পড়ে যান ক্যাবট আর বায়রন। যা দেখে কোল্ডপ্লে-র প্রধান গায়ক ক্রিস মার্টিন মজা করে বলে ওঠেন যে, “হয় ওঁদের মধ্যে একটা পরকীয়া আছে, না হলে ওঁরা দু’জনেই লাজুক প্রকৃতির।”
advertisement
ডিপ ফ্রিজে জমছে বরফের পাহাড়? ডিফ্রস্ট না করেই বর্ষায় ফ্রিজারে করুন ৮ জিনিস গলে জল হবে বরফ!
ক্যামেরার নজরে এসেছেন, বুঝে ওঠামাত্রই কোনওরকমে তাড়াতাড়ি করে নীচে বসে পড়েন বায়রন। অন্যদিকে ক্যাবট পিছন ঘুরে নিজের মুখ লুকিয়ে ফেলেন। সঙ্গে সঙ্গে এই ক্লিপ অনলাইনে ছড়িয়ে পড়তে থাকে। তার কয়েক দিনের মধ্যে Astronomer বায়রনকে সরিয়ে দেয়। অন্যদিকে ছুটিতে চলে গিয়েছিলেন ক্যাবট। আর তাঁদের পরকীয়ার ওই ভাইরাল ক্লিপের জন্য এখন মিম, জল্পনায় ভরে উঠেছে সমাজমাধ্যম। কারণ তাঁরা দুজনেই বিবাহিত।
এই ঘটনা এভাবে প্রকাশ্যে আসতেই একটি বিবৃতি জারি করে Astronomer-এর তরফে ঘোষণা করা হয় যে, সিইও-কে ছুটিতে পাঠানো হবে। তারপরের দিনই অবশ্য পদত্যাগ করেন বায়রন। আর অন্তর্বর্তীকালীন সিইও হিসেবে আপাতত দায়িত্ব সামলাচ্ছেন চিফ প্রোডাক্ট অফিসার Pete DeJoy।
ক্রিস্টিন ক্যাবটের পরিচয়:
Astronomer সংস্থায় নিয়োগের আগে বেশ জনপ্রিয়ই ছিলেন এই ক্রিস্টিন। আসলে দ্রুত গতির বিকাশ বা উন্নয়নের সংস্কৃতির মধ্যেও কোম্পানির কালচার বজায় রাখার ক্ষেত্রে ক্রিস্টিনের দারুণ দক্ষতা রয়েছে। সেই কারণে সিলিকন ভ্যালিতে বেশ জনপ্রিয়তাও অর্জন করেছিলেন। এই কাজের ক্ষেত্রে তাঁর ২০ বছরের অভিজ্ঞতা রয়েছে। ২০২৪ সালের নভেম্বর মাসে Astronomer সংস্থায় চিফ পিওপল অফিসার হিসেবে যোগ দিয়েছিলেন তিনি। এর আগে অবশ্য Neo4j, ObserveIT এবং ProofPoint-এর মতো সংস্থায় কাজ করেছিলেন। গেটিসবাগ কলেজ থেকে রাষ্ট্রবিজ্ঞানে স্নাতক পাশ করেছেন ক্যাবট।
Privateer Rum ফরচুনের উত্তরাধিকারী এবং প্রভাবশালী অভিজাত Boston Brahmin পরিবারের সদস্য অ্যান্ড্রু ক্যাবটের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ ক্রিস্টিন। বিভিন্ন প্রতিবেদন থেকে জানা যায় যে, সম্প্রতি এই দম্পতি ২.২ মিলিয়ন ডলার দিয়ে নিউ হ্যাম্পশায়ারের রায়ে একটি সমুদ্র তীরবর্তী বাড়ি কিনেছেন।
এর আগে অবশ্য কেনেথ থর্নবি-র ঘরণী ছিলেন ক্রিস্টিন ক্যাবট। ২০১৮ সালে বিবাহবিচ্ছেদের আবেদন করেছিলেন তাঁরা। ২০২২ সালে তাঁদের বিচ্ছেদ চূড়ান্ত হয়েছিল। কেনেথের সঙ্গে এক সন্তানও রয়েছে ক্রিস্টিনের। আর বিবাহবিচ্ছেদের সময় সেই সন্তানের ভরণপোষণের জন্য প্রচুর টাকা দিতে হয়েছে কেনেথ থর্নবিকে।