TRENDING:

‘নির্মম’ পাকিস্তান ! স্বামীর ছোড়া গুলিতে ঝাঁঝরা বিখ্যাত গায়িকা

Last Updated:

গার্হস্থ্য হিংসার শিকার হলেন জনপ্রিয় পাস্তু গায়িকা রেশমা ৷ তাঁকে গুলি করে খুন করেন রেশমার নিজের স্বামী ৷ সম্ভবত স্বামীর চতুর্থ পক্ষের স্ত্রী ছিলেন রেশমা ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#ইসলামাবাদ: আবারও পাকিস্তান ৷ আবারও মেয়েদের উপর অত্যাচারের সেই চেনা ছবি ৷ আবারও অকালে প্রাণ হারাতে হল আরও এক মহিলা শিল্পীকে ৷ নারী স্বাধীনতার করুণ চিত্রটা বেশ করুণভাবেই ফুটে উঠল আরও একবার ৷
advertisement

গার্হস্থ্য হিংসার শিকার হলেন জনপ্রিয় পাস্তু গায়িকা রেশমা ৷ তাঁকে গুলি করে খুন করেন রেশমার নিজের স্বামী ৷ সম্ভবত স্বামীর চতুর্থ পক্ষের স্ত্রী ছিলেন রেশমা ৷

আরও পড়ুন: বাড়ির দরজার সামনে দাঁড়িয়ে হস্তমৈথুন, সোজা গুলি চালালেন মহিলা

এই নিয়ে পাকিস্তানের পাখতুনখাওয়ায় এরকম ১৫টি ঘটনা ঘটল ৷ এর আগেও পার্টিতে যেতে অস্বীকার করায় খুন হয়েছিল এক পাক-মহিলা শিল্পী ৷ এবার খুন হতে হল রেশমাকে ৷ গানের পাশাপাশি অভিনয়ও করতেন রেশমা ৷ জনপ্রিয় পাক-নাটক ‘জোবাল গোলুমা’য় দেখা গিয়েছিল তাঁকে ৷ যদিও সঠিক কী কারণে রেশমাকে গুলি করে মারা হল তা জানা যায়নি ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ইউটিউব দেখেই কামাল করছে এই কিশোর, দেখলে আপনিও চোখ সরাতে পারবেন না
আরও দেখুন

বিয়ের পর থেকে হাকিমাদাবাদ এলাকার নিজের ভাইয়ের সঙ্গেই থাকতেন রেশমা ৷ সেই বাড়িতেই চড়াও হয়েছিলেন তাঁর স্বামী ৷ ঘরে ঢুকেই রেশমাকে লক্ষ্য করে একের পর এক গুলি চালাতে থাকেন তিনি ৷ ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন তিনি ৷ সুযোগ বুঝে পালিয়ে যান অভিযুক্ত ওই ব্যাক্তি ৷ ঘটনার তদন্তে নেমেছে পাখতুনখাওয়ার পুলিশ ৷

advertisement

বাংলা খবর/ খবর/বিদেশ/
‘নির্মম’ পাকিস্তান ! স্বামীর ছোড়া গুলিতে ঝাঁঝরা বিখ্যাত গায়িকা