বাড়ির দরজার সামনে দাঁড়িয়ে হস্তমৈথুন, সোজা গুলি চালালেন মহিলা

Last Updated:
#নয়াদিল্লি: বারবার নিষেধ করেছিলেন তিনি ৷ বারণ করেছিলেন তাঁর বাড়ির সামনে দাঁড়িয়ে এই ‘কাজ’ করতে ৷ কিন্তু কোনও কথাই শোনেনি ওই ব্যাক্তি ৷ ফলস্বরূপ আর একটু হলে বেঘোরে প্রাণটাই হারাতে হত তাঁকে ৷
ঘটনাটি ঘটেছে স্থানীয় সময় মঙ্গলবার বিকেল সওয়া ৫টা নাগাদ ৷ হিউস্টনের বাসিন্দা গ্র্যানি জেন নামের ওই মহিলা হঠাৎই এক ব্যাক্তিকে দেখেন তাঁর বাড়ির দরজার সামনে দাঁড়িয়ে হস্তমৈথুন করতে ৷ বাইসাইকেলে চড়ে এসেছিলেন ওই ব্যাক্তি ৷ ঘটনাটি দেখেই চিৎকার করে ওঠেন গ্র্যানি ৷ বারংবার নিষেধ করতে থাকেন ৷ এমনকি, নিষেধ না শুনলে গুলি করে দেওয়ার হুমকিও দেওয়া হয় ৷ কিন্তু গ্র্যানির অভিযোগ, তাঁর কথায় কর্ণপাত করেননি ওই ব্যাক্তি ৷ তাঁকে দেখে ক্রমাগত হস্তমৈথুন করতে থাকেন তিনি ৷
advertisement
advertisement
হিউস্টন পুলিশের লেফন্টানেন্ট ল্যারি ক্রওসন জানিয়েছে, গ্র্যানির সঙ্গে সে সময় ঘরে ছিলেন তাঁর ১৪ বছরের নাবালিকা নাতনি ৷ সেই কারণেই বারবার ওই ব্যাক্তিকে নিষেধ করছিলেন ৬৫ বছরের গ্র্যানি জেন ৷ কিন্তু এরপরেও কোনও কথা না শোনায় ঘর থেকে পিস্তল নিয়ে আসেন তিনি ৷ তাক করে সোজা গুলি চালিয়ে দেন ৷ গুলি গিয়ে লাগে ওই ব্যাক্তির কাঁধের পাশে ৷ সঙ্গে সঙ্গে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে ৷ সেখানে চিকিৎসা চলছে তাঁর ৷
advertisement
পুলিশ সূত্রে খবর, সপ্তাহ দুয়েক আগে জনৈক ওই ব্যাক্তিকে রাস্তা দিয়ে নগ্ন হয়ে ছোটার অপরাধে একবার গ্রেফতার করেছিল হিউস্টন পুলিশ ৷ পরে অবশ্য ছেড়ে দেওয়া হয় তাঁকে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিদেশ/
বাড়ির দরজার সামনে দাঁড়িয়ে হস্তমৈথুন, সোজা গুলি চালালেন মহিলা
Next Article
advertisement
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, হেভি মেটাল ড্রামার! ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
  • সানায়ে তাকাইচি জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হলেন, ইতিহাস গড়লেন.

  • তাকাইচি থ্যাচারের অনুপ্রেরণায় এলডিপি সভাপতি ও সংসদে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে প্রধানমন্ত্রী হলেন.

  • তাকাইচি একজন হেভি মেটাল ড্রামার, কলেজ জীবনে ব্যান্ডে ড্রাম বাজাতেন, প্রিয় ব্যান্ড Iron Maiden.

VIEW MORE
advertisement
advertisement