TRENDING:

Ukraine Boy: ব্যাগপ্যাক, মায়ের লেখা চিরকুট এবং হাতে লেখা ফোননম্বর সম্বল করে যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনে ১০০০ কিমি একাই পাড়ি বালকের

Last Updated:

Ukraine Boy: ব্যাকপ্যাক, মায়ের লেখা চিঠি এবং এক হাতে লেখা আত্মীয়ের নম্বর-এই তিনটি জিনিসের উপর ভরসা করে দক্ষিণ পূর্ব ইউকের্নের জাপোরিঝঝিয়া থেকে স্লোভাকিয়া চলে গিয়েছে সে

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
ইউক্রেন-রাশিয়ার যুদ্ধের মধ্যে একাকী ১০০০ কিমি পাড়ি দিল এক বালক৷ ব্যাকপ্যাক, মায়ের লেখা চিঠি এবং এক হাতে লেখা আত্মীয়ের নম্বর-এই তিনটি জিনিসের উপর ভরসা করে দক্ষিণ পূর্ব ইউকের্নের জাপোরিঝঝিয়া থেকে স্লোভাকিয়া চলে গিয়েছে সে৷(war in Ukraine)
একরত্তি ছেলের সাহসে মুগ্ধ স্লোভাক প্রশাসন
একরত্তি ছেলের সাহসে মুগ্ধ স্লোভাক প্রশাসন
advertisement

তাপবিদ্যুৎ কেন্দ্রের জন্য জাপোরিঝঝিয়া বিখ্যাত৷ গত সপ্তাহেই এই শহর দখল করেছে রুশবাহিনি৷ জানা গিয়েছে, ওই বালকের বাবা মাকে থেকে যেতে হয়েছে জাপোরিঝঝিয়া শহরেই৷ এক অসুস্থ পরিজনের দেখভালের জন্য৷

একরত্তি ছেলের সাহসে মুগ্ধ স্লোভাক প্রশাসন৷ তার নির্ভীক শরীরী ভাষা, অকুতোভয় নিষ্পাপ মুখ জয় করেছে নেটিজেনদের মন৷ স্লোভাকিয়ান অভ্যন্তরীণ মন্ত্রক থেকে ফেসবুকে ওই নির্ভীক বালকের ছবি পোস্ট করে ক্যাপশন দিয়েছে, ‘‘গত রাতের সবথেকে বড় নায়ক’’৷

advertisement

আরও পড়ুন : বাইরে অবিরাম বোমাবর্ষণ, জাগুয়ার এবং লেপার্ড-সন্তানকে নিয়ে বেসমেন্টের অন্ধকারে দিন কাটছে ভারতীয় চিকিৎসকের

স্লোভাকিয়ায় বসবাসরত আত্মীয়দের কাছে ছেলেকে পাঠিয়ে দিয়েছেন ছেলেটির মা৷ ট্রেনে তুলে দেওয়ার সময়প্লাস্টিকের ব্যাগে দিয়ে দিয়েছিলেন পাসপোর্ট এবং বার্তা-সহ একটি চিরকুট৷

স্লোভাকিয়া সীমান্তে পৌঁছনর পর প্রশাসনিক আধিকারিকরা তার হাতের নাম্বার দেখে যোগাযোগ করেন বালকের পরিজনদের সঙ্গে৷ পরে স্লোভাকিয়ার রাজধানী ব্রাতিস্লাভা থেকে এসে তারা নিয়ে যান বালককে৷

advertisement

জানা গিয়েছে ছেলেকে সঙ্গে দেওয়া চিরকুটে রুশ রমণী ধন্যবাদ জানিয়েছেন স্লোভাক সরকার এবং পুলিশকে৷ তার ছেলেকে নিরাপদে পৌঁছে দেওয়ার জন্য ৷

আরও পড়ুন : পাতলা ভুরুর জন্য ভরসা কাজলপেন্সিল? ঘরোয়া টোটকায় নিমেষে ঘন করুন ভ্রুপল্লব

খুদে বালক এখন নির্ভীকতা ও দৃঢতার প্রতীক৷ সামান্য জিনিস অবলম্বন করে ইউক্রেন-স্লোভাক সীমান্তে পৌঁছনর পর স্বেচ্ছাসেবকরা তাকে উষ্ণ স্থানে নিয়ে যান৷ হাতে তুলে দেন খাবার ও পানীয়৷ সেগুলি ছিল তার পরবর্তী গন্তব্যে পৌঁছনর রসদ৷

advertisement

আরও পড়ুন : কোভিডে প্রিয়জনকে হারানোর দুঃখ নিয়েই বসতে হচ্ছে মাধ্যমিকে? মন শক্ত করার উপায় বললেন মনোরোগ বিশেষজ্ঞ

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

তবে বালকের হাতে নম্বর লিখে দেওয়ার উপস্থিত বুদ্ধির প্রশংসা করেছে স্লোভাকিয়ার প্রশাসন৷ তাঁদের মতে নম্বর পাওয়া যাওয়ায় সহজেই পরিজনদের খুঁজে পেয়ে তাঁদের হাতে খুদেকে তুলে দেওয়া গিয়েছে৷

বাংলা খবর/ খবর/বিদেশ/
Ukraine Boy: ব্যাগপ্যাক, মায়ের লেখা চিরকুট এবং হাতে লেখা ফোননম্বর সম্বল করে যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনে ১০০০ কিমি একাই পাড়ি বালকের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল