TRENDING:

Howrah News: বিশ্ব মাতৃদুগ্ধ পান সপ্তাহ মাতিয়ে দিল বেবি শো

Last Updated:

বিশ্ব মাতৃদুগ্ধ পান সপ্তাহ উপলক্ষে হাওড়ার মাজু পঞ্চায়েতে সুস্থ শিশুদের নিয়ে আয়োজিত হল বেবি শো

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
হাওড়া: বিশ্ব মাতৃদুগ্ধ পান সপ্তাহ চলছে। ১ অগস্ট থেকে ৭ অগস্ট পর্যন্ত এই উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালন করা হচ্ছে। এই বিশ্ব মাতৃদুগ্ধ পান সপ্তাহ উপলক্ষে এবার হাওড়ার মাজু পঞ্চায়েতে আয়োজিত হল বেবি শো। এর জন্য এলাকার ২৭ টি অঙ্গনওয়াড়ি কেন্দ্র থেকে একজন করে শিশুকে বেছে নেওয়া হয়।
advertisement

আরও পড়ুন: থানায় বসেই অপরাধীদের উপর নজরদারি পুলিশের, শিলিগুড়ির নিরাপত্তা আরও জোরদার

এই বেবি শো-কে ঘিরে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা গিয়েছে। শিশুদের বেছে নেওয়ার ক্ষেত্রেও যে মাপকাঠি ছিল তা বেশ চমকপ্রদ। যে সকল শিশুর মায়েরা স্বাস্থ্যকর্মীদের দেওয়া বিধি মেনে সন্তানের সুস্বাস্থ্য বজায় রেখেছেন তাদেরই বেছে নেওয়া হয়। সেই শিশুদের উপস্থিতিতে হাওড়ার এই পঞ্চায়েতে বেবি শো অনুষ্ঠিত হল। উপস্থিত শিশুদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

advertisement

View More

বেবি শো ছাড়াও মাতৃদুগ্ধ পানের উপকারিতার কথা সকলকেল সামনে তুলে ধরা হয়। সারা বিশ্বে অপুষ্টি কিংবা নানাবিধ কারণে শিশুস্বাস্থ্যের অবনতি দেখা যাচ্ছে। চিকিৎসকদের মতে এক্ষেত্রে মাতৃদুগ্ধই সদ্যোজাত শিশুদের সবচেয়ে আদর্শ খাদ্য। যে শশুর সঠিক ভাবে মাতৃদুগ্ধ পায় না তার নানান অসুখ, অপুষ্টিতে ভোগার সম্ভাবনা বেড়ে যায়। স্বাস্থ্য বিশেষজ্ঞদের বারবার সতর্কবার্তা পেয়েও শহরের পাশাপাশি গ্রামাঞ্চলেও মায়েদের মধ্যে সন্তানকে প্যাকেটজাত দুধ খাওয়ানোর প্রবণতা বাড়ছে। মাতৃদুগ্ধ পান সপ্তাহজুড়ে এই বিষয়ে মায়েদের সচেতন করার প্রক্রিয়া চলছে। এদিন মাজুতে অঙ্গনওয়াড়ি সহায়িকাদের পক্ষ থেকে সচেতনামূলক ছোট একটি নাটিক অনুষ্ঠিত হয়। যার মূল বিষয় ছিল – বোতলের দুধ নয়, নির্দিষ্ট বয়স পর্যন্ত মাতৃদুগ্ধ পান করান।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
নদীতে পারে উৎসব! ঝাঁকে ঝাঁকে মানুষ ছুঁটছে নদীর দিকে! কারণ শুনলে চমকে উঠবেন
আরও দেখুন

রাকেশ মাইতি

বাংলা খবর/ খবর/হাওড়া/
Howrah News: বিশ্ব মাতৃদুগ্ধ পান সপ্তাহ মাতিয়ে দিল বেবি শো
Open in App
হোম
খবর
ফটো
লোকাল