Siliguri News: থানায় বসেই অপরাধীদের উপর নজরদারি পুলিশের, শিলিগুড়ির নিরাপত্তা আরও জোরদার
- Reported by:ANIRBAN ROY
- news18 bangla
- Published by:kaustav bhowmick
Last Updated:
থানায় বসেই অপরাধীদের উপর নজর রাখার জন্য শিলিগুড়ির মাটিগাড়া থানায় উদ্বোধন হল সিসিটিভি কন্ট্রোল রুমের
শিলিগুড়ি: অপরাধ ঠেকাতে কিংবা আইনশৃঙ্খলা পরিস্থিতির উপর নজর রাখতে আরও সচেষ্ট হল শিলিগুড়ি পুলিশ কমিশনারেট। মাটিগাড়া থানা এলাকায় নতুন করে লাগানো ৮০ টি সিসিটিভি ক্যামেরার কন্ট্রোল রুম খুলল শুক্রবার। এর ফলে থানায় বসেই পুলিশ কর্মীরা বিভিন্ন জায়গায় নজর রাখতে পারবেন। জানতে পারবেন কোথায় কী হচ্ছে। শিলিগুড়ি পুলিশ কমিশনারেট এলাকাজুড়ে সিসিটিভি ক্যামেরার সংখ্যা লাগাতার বাড়ানো হচ্ছে। শহরকে নিরাপত্তায় মুড়ে ফেলতে সিসিটিভি ক্যামেরা বাড়ানোর পরিকল্পনা নিয়েছে পুলিশ। সম্প্রতি প্রতিটি থানা এলাকাতেই সিসি ক্যামেরা লাগানো হচ্ছে।
এদিন মাটিগাড়া থানায় নতুন সিসিটিভি ক্যামেরা কন্ট্রোল রুমের উদ্বোধন করেন পুলিশ কমিশনার অখিলেশ কুমার চর্তুবেদী। মাটিগাড়ার খাপরাইল মোড়, বালাসন ব্রিজ, পরিবহন নগর, বিশ্বাস কলোনি সহ বিভিন্ন এলাকায় এই নতুন সিসিটিভি ক্যামেরাগুলি বসানো হয়েছে। পুলিশ কমিশনার অখিলেশ কুমার চর্তুবেদী জানান, শহরের ক্রাইম কন্ট্রোল করার জন্য এই কন্ট্রোল রুম কর হল।
advertisement
advertisement
এর আগে শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের অন্তর্গত শিলিগুড়ি থানায় সিসিটিভি কন্ট্রোল রুম ছিল। এবার মাটিগাড়া থানায় আরেকটি কন্ট্রোল রুম হওয়ায় আরও বেশি এলাকায় থানায় বসেই নজরদারি চালানো সম্ভব হবে। এর মাধ্যমে অপরাধ দমন করতে অনেক সুবিধা হবে।
অনির্বাণ রায়
Location :
Kolkata,West Bengal
First Published :
Aug 04, 2023 5:27 PM IST










