Alipurduar News: অবসরপ্রাপ্তদের অধিকার ফিরিয়ে দিতে চা বাগানে একজোট শ্রমিকরা
- Published by:kaustav bhowmick
- news18 bangla
- Reported by:ANNANYA DEY
Last Updated:
অবসরপ্রাপ্ত শ্রমিকদের পাওনার দাবিতে আলিপুরদুয়ারের রায়মাটাং চা বাগানে চলছে শ্রমিক বিক্ষোভ
আলিপুরদুয়ার: অবসরপ্রাপ্ত চা বাগান কর্মীদের বকেয়া পিএফ ও গ্র্যাচুইটির দাবিতে রায়মাটাং চা বাগানে শুরু হয়েছে গেট মিটিং। অবসরপ্রাপ্ত শ্রমিকরা নিজেদের প্রাপ্য বকেয়ার দাবিতে অনশন করছেন পাঁচদিন ধরে। তাঁদের এই আন্দোলনে যোগ দিয়েছে চা বাগানের বর্তমান শ্রমিকরাও। অবসরপ্রাপ্তদের ন্যায্য আর্থিক অধিকার আদায়ে একজোট হয়েছেন সব শ্রমিক।
আলিপুরদুয়ারের রায়মাটাং চা বাগানের অবসরপ্রাপ্ত শ্রমিকদের দাবি আদায়ে বাগানের সবকটি স্বীকৃত শ্রমিক সংগঠন একত্রিত হয়ে আন্দোলন শুরু করেছে। এর জন্য তারা সংগ্রামী শ্রমিক একতা মঞ্চ গড়ে তুলেছে। ওই মঞ্চের ব্যানারেই গেট মিটিং শুরু হয়েছে। এদিকে চা বাগান কর্তৃপক্ষ হুঁশিয়ারি দিয়েছে বর্তমান শ্রমিকদের। জানিয়েছে, গেট মিটিং চলতে থাকলে শ্রমিকদের নো ওয়ার্ক নো পে কার্যকর করা হবে। ফলে কাজে যোগ না দিলে বেতন পাবেন না শ্রমিকরা। যদিও বাগান কর্তৃপক্ষের সেই ধমকে ভীত নয় কর্মরত শ্রমিকরা। তাঁরা অবসরপ্রাপ্তদের পাশে দাঁড়িয়ে আন্দোলন চালিয়ে যাচ্ছেন।
advertisement
advertisement
শ্রমিকরা জানিয়ে দিয়েছেন, শ্রম দফতরের পক্ষ থেকে ত্রিপাক্ষিক বৈঠক না ডাকা পর্যন্ত গেট মিটিং চলবে। এই চা বাগানের অবসরপ্রাপ্ত ৯০০ জন শ্রমিক নিজেদের অধিকার থেকে বঞ্চিত বলে অভিযোগ উঠেছে। এর মধ্যে অনেক শ্রমিক বয়সজনিত কারণে মারাও গিয়েছেন। তাই দাবি আদায়ে এবার সকল শ্রমিক একজোট হয়েছেন বলে তাঁরা নিজেরাই জানিয়েছেন।
advertisement
অনন্যা দে
Location :
Kolkata,West Bengal
First Published :
August 04, 2023 5:14 PM IST
বাংলা খবর/ খবর/আলিপুরদুয়ার/
Alipurduar News: অবসরপ্রাপ্তদের অধিকার ফিরিয়ে দিতে চা বাগানে একজোট শ্রমিকরা