বিশ্ব জলজ প্রাণী দিবস উপলক্ষে গড়চুমুক চিড়িয়াখানায় স্কুল ও কলেজের ছাত্রছাত্রীদের নিয়ে অঙ্কন প্রতিযোগিতা আয়োজিত হয়। পাশাপাশি পরিবেশ সচেতনতার উপর কুইজ প্রতিযোগিতাও আয়োজিত হয়। এ ছাড়াও ছাত্রছাত্রীদের নিয়ে প্রকৃতির পাঠশালার ব্যবস্থা করা হয়। ছাত্রছাত্রীদের মধ্যে পরিবেশ ও বন্যপ্রাণ সংরক্ষণ ও সচেতনতার পাঠ দেওয়া হয়।
আরও পড়ুন: বন্ধ হাসপাতাল চালুর দাবিতে বিধায়কের গাড়ি আটকে দিল
advertisement
হাওড়া জেলার মধ্য দিয়েই বয়ে গিয়েছে গঙ্গা, দামোদর ও রূপনারায়ণ নদী। এই তিন প্রধান নদীতেই অবাধে ঘুরে বেড়ায় জলজ প্রাণী শুশুক। এদিনের কর্মসূচিতে ভারতবর্ষের জাতীয় জলজ প্রাণী গাঙ্গেয় শুশুকদের রক্ষা করার বার্তা দেওয়া হয়। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন হাওড়ার ডিভিশনাল ফরেস্ট অফিসার নিরঞ্জিতা মিত্র। বন বিভাগের আধিকারিকরা ছাড়াও হাজির ছিলেন বন্যপ্রাণ সংরক্ষণকারী চিত্রক প্রামাণিক। তিনি বলেন, পরিবেশ, বন্যপ্রাণী বা জলজ প্রাণীকে রক্ষা করতে সকলকে এগিয়ে আসতে হবে। পরিবেশকে বাঁচাতে এই কাজে নতুন প্রজন্মকে আরও বেশি করে সামিল হতে হবে বলে তিনি মন্তব্য করেন।
রাকেশ মাইতি