গাড়িতে ছিলেন তার স্ত্রী রিয়া কুমারী ও তাদের আড়াই বছরের কন্যা। প্রকাশের বয়ান অনুযায়ী, তিনি প্রাতঃকর্ম সারতে সকাল ছ'টা নাগাদ বাগনান সংলগ্ন মহিষরেখা ব্রিজের কাছে গাড়ি দাঁড় করিয়েছিলেন। অভিযোগ, সেই সময় হঠাৎই তাদের উপর ছিনতাইয়ের উদ্দেশ্যে চড়াও হয় তিন সশ্রস্ত্র দুষ্কৃতী, কার্যত ধস্তাধস্তি চলে। অভিযোগ, ছিনতাইয়ে বাধা দিলে দুষ্কৃতিরা গুলি চালায়।
advertisement
আরও পড়ুন: 'ভাল লাগছে', এক সিদ্ধান্তেই পাল্টে গেল অনুব্রত মণ্ডলের মুড! কী এমন ঘটল?
গুলি গিয়ে লাগে রিয়ার কানের পাশে। ঘটনাস্থল থেকে চম্পট দেয় দুষ্কৃতীরা। ঘটনাস্থলে কাউকে দেখতে না পেয়ে আহত স্ত্রীকে নিয়ে কোনোরকমে গাড়ি নিয়ে প্রকাশ কুমার চলে আসেন রাজাপুর থানার পীরতলা এলাকায়। সেখানে এসে স্থানীয় মানুষদের তিনি বিষয়টি জানান। খবর দেওয়া হয় পুলিশে।
আরও পড়ুন: নিশানায় বিশ্বভারতীর উপাচার্য, পদত্যাগ দাবি! বড় আন্দোলনের পথে SFI
পুলিশ এসে মহিলাকে উদ্ধার করে উলুবেড়িয়া হাসপাতলে নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। একেবারে সাত সকালে দিনের আলোতে এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে এলাকা জুড়ে। কীভাবে ঘটল এই ঘটনা, নেপথ্যেই কারা যুক্ত রয়েছে এ ঘটনার সঙ্গে, এসবের উত্তর খুঁজে পেতে ঘটনার তদন্ত শুরু করেছে হাওড়া গ্রামীণ জেলা পুলিশ।