শিবপুর বোটানিক্যাল গার্ডেনে দর্শনার্থীদের জন্য ব্যবস্থা করা হয়েছে ‘নেচার ট্রেল’। উদ্বোধন করেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন দফতরের সচিব লীনা নন্দন। বি গার্ডেনের শতাব্দী প্রাচীন বিখ্যাত বটগাছ এবং অ্যাকোয়াটিক প্ল্যান্ট ঘুরে দেখেন। নিজে হাতে গাছ লাগান। নেচার ট্রেল সাধারণ মানুষের উদ্দেশ্যে খুলে দেওয়া হয়।
এই নেচার ট্রেলের জন্য অতিরিক্ত কোন চার্য লাগছে না। মূলত এতদিন বোটানিক্যাল গার্ডেন যে টিকিটের মাধ্যমে জনসাধারণ প্রবেশ অধিকার পেয়ে আসছে। সেই একটি টিকিটে বোটানিক্যাল গার্ডেনের সৌন্দর্য এবং ‘নেচার ট্রেল ‘ অর্থাৎ ঘন জঙ্গলের নিস্তব্ধতা দুই উপভোগ করতে পারবেন। এই জঙ্গলের মধ্যে বেশ কিছু রাস্তা রয়েছে। সেই সমস্ত রাস্তার নির্দিষ্ট নামকরণ করা হয়েছে। কার্যত বলা যেতে পারে পুজোর আগে এই সুযোগ। হাওড়ার বাসির কাছে অন্যতম আকর্ষণ হয়ে উঠতে পারে।
advertisement
আরও পড়ুনঃ বাজারে কাঁপাতে ঢুকল পদ্মার তাজা ইলিশ! দামও হাতের নাগালে, কোন বাজারে কত টাকায় বিক্রি হচ্ছে?
অনুষ্ঠানে হাজির ছিলেন পরিবেশবান ও জলবায়ু পরিবর্তন দফতর সচিব লীনা নন্দন, শিবপুরের আচার্য জগদীশচন্দ্র বোস বোটানিক গার্ডেনের ডাইরেক্টর এ এ মাও, জয়েন্ট ডাইরেক্টর দেবেন্দ্র সিং-সহ অন্যান্য আধিকারিকরা উপস্থিত ছিলেন।
রাকেশ মাইতি