ক্রেতাদের কথায় জানা যায়, এই চায়ের স্বাদ যেমন তেমন, উপকারী বেশ। এ প্রসঙ্গে বিক্রেতা রতন পাত্র জানান, দীর্ঘদিন বিভিন্ন ফ্লেভার চা তৈরি করছি। দীর্ঘ প্রায় ২৫ বছর ফিল্ম ইন্ডাস্ট্রির সঙ্গে কাজ করার অভিজ্ঞতা। সেখানে বহু বিখ্যাত মানুষ চা খেয়ে প্রশংসা করেছেন। অবশেষে দেশে ফিরে শুরু করেছি ছোট্ট চায়ের দোকান। সবে মাত্র দু-মাস বয়স হয়েছে এই দোকানের।
advertisement
আরও পড়ুন: শতাব্দী প্রাচীন বাড়ি ভাঙতে গিয়ে উদ্ধার সিন্দুক! মাটির তলায় গুপ্তধন! শোরগোল গ্রামে
আরও পড়ুন:
গ্রামের মানুষের চা খাওয়ার অভ্যাস রয়েছে দীর্ঘদিনের। তবে ফ্লেভার চা সম্পর্কে সেভাবে পরিচিত নয়। রতনের দোকানে লিকার ও দুধ চা-এর সঙ্গে বেশ কিছু ফ্লেভার চা। যা মানুষের কাছে তুলে ধরেছে রতন। এরমধ্যে রয়েছে কাঁচা আম চা, তুলসি পাতার চা, আদা বা কমলালেবু চা-এর সঙ্গে বেশ কয়েক রকম চা রয়েছে। ফ্লেভার চা, তবে গ্রামে পাঁচ টাকার উর্ধ্বে চা চলে না। এই ৫ টাকা মূল্যে আম এবং তুলসি পাতা আদা চায়ের বেশ ভাল চাহিদা রয়েছে।
রাকেশ মাইতি