Viral News: শতাব্দী প্রাচীন বাড়ি ভাঙতে গিয়ে উদ্ধার সিন্দুক! মাটির তলায় গুপ্তধন! শোরগোল গ্রামে
- Published by:Piya Banerjee
- hyperlocal
- Reported by:RANJAN CHANDA
Last Updated:
Viral News: উদ্ধার রহস্য-জনক সিন্দুক! কি আছে তাতে? জানলে অবাক হবেন
পশ্চিম মেদিনীপুর: বাড়ি ভাঙতে ও জেসিবি দিয়ে মাটি খুঁড়তে উদ্ধার হয় ধাতব বাক্স। যা ঘিরে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এলাকায়। উদ্ধার হয়েছে একটি পুরনো সিন্দুক। রহস্যে মোড়া ধাতব বাক্স। যা ঘিরে চাঞ্চল্য পশ্চিম মেদিনীপুরে।পুরনো বাড়ি ভাঙার সময় উদ্ধার পুরনো রহস্যজনক সিন্দুক। সিন্দুক ঘিরে উন্মাদনা এলাকাবাসীদের মধ্যে।সোমবার জেলার ক্ষীরপাই পৌর এলাকার ৫ নং ওয়ার্ডে পুরনো ঘর ভাঙা হচ্ছিল। হঠাৎই উদ্ধার হয় সিন্দুক।
এই খবর জানাজানি হতেই গ্রামের মানুষ ভিড় জমান ওই ব্যক্তির বাড়িতে। কী আছে ওই সিন্দুকে তা নিয়ে শোরগোল শুরু হয়ে যায়! জানা যায় ওই ব্যক্তির বাড়ি ভাঙা হচ্ছিল। মাটি খুঁড়তে গিয়েই এই কাণ্ড ঘটে। উত্তেজনা এমন পর্যায়ে পৌঁছয় যে পুলিশ আসতে বাধ্য হয়! বিকাশ রায় নামের একব্যক্তির বাড়ি ভাঙার সময় এই সিন্দুক পাওয়া যায়!
advertisement
advertisement
বহু চেষ্টা করেও চালালেও খোলা যায়নি সিন্দুকটি। ক্ষীরপাই পৌরসভার বাসিন্দা বিকাশ রায়ের শতবর্ষ প্রাচীন জরাজীর্ণ মাটির বাড়ি ভাঙার সময় মাটির তলার থেকে উদ্ধার হয় সিন্দুকটি। কি আছে সিন্দুকে? কৌতূহলী মানুষ জানার জন্যে আগ্রহী হয়ে পড়েন। পরে আসে পুলিশ । পুলিশও সেই রহস্যে ঘেরা সিন্দুক খোলার চেষ্টা চালায় তবে সফল হয়নি। কি আছে সিন্দুকে? কারই বা সেই সিন্দুক? নানান কথা সাধারণ মানুষের মধ্যে। চাপা উত্তেজনা রয়েছে সাধারণ মানুষের মধ্যে। আজও মানুষের মনে গুপ্তধন নিয়ে নানা রহস্য রয়েছে। তাছাড়া বলাই হয় ভারতের মাটির তলে বহ-মূল্য ধন-সম্পত্তি এখনও আছে। আর এই আশাতেই এই সিন্দুক নিয়ে মানুষের মনে উত্তেজনা তৈরি হয়!
advertisement
Ranjan Chanda
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
August 22, 2023 6:48 PM IST
বাংলা খবর/ খবর/পশ্চিম মেদিনীপুর/
Viral News: শতাব্দী প্রাচীন বাড়ি ভাঙতে গিয়ে উদ্ধার সিন্দুক! মাটির তলায় গুপ্তধন! শোরগোল গ্রামে