Travel: ২০০ কিমি গতিবেগের ঝড়েও ক্ষতি হবে না এই মাটির বাড়ির! সুন্দরবনের কাছেই রয়েছে এই পার্ক!

Last Updated:

Travel: ঘুরে আসুন সুন্দরবনের খুব কাছেই এই পার্ক। এখান থেকে সুন্দরবন মাত্র ৩০ মিনিটের ব্যবধান। চমকে যাবেন মাটির বাড়িতে থাকলে! জানুন

+
title=

ডায়মন্ডহারবার: ঘুরে আসুন সুন্দরবনের খুব কাছেই মুক্তি পার্কে। এখান থেকে সুন্দরবন মাত্র ৩০ মিনিটের ব্যবধান। এই পার্কে পাওয়া যায় সমস্ত আধুনিক পরিষেবা। প্রবেশের জন্য দিতে হয় না কোনও মূল্য। নগেন্দ্রপুরের এই পর্যটন ক্ষেত্র বহু ঐতিহ্যবাহী জায়গাকে যে হার মানাবে সেটাই বলা বাহুল্য। মনি নদীর পাড়ে অবস্থিত মুক্তি পার্ক এখন সবার নজর কেড়েছে, এই পার্কে ঢুকতে গেলে কোনও টাকা লাগে না, এই পার্কে ঢুকলেই চোখে পড়বে নানান ফুলের বাগান।
সব থেকে বেশি নজর কাড়ে যে জিনিসটি তা হল, প্রায় ২০ ফুট উঁচুতে তৈরি হয়েছে মাটি, খড়, বাঁশ দড়ি দিয়ে তৈরি উন্নত মানের বিভিন্ন ঘর, যা বিভিন্ন শহরের অট্টালিকাকে হার বানাবে। এ নিয়ে পার্কের উদ্যোক্তাদের পক্ষ থেকে শংকর হালদার জানান এই পার্কের সমস্ত ঘর মডেল হিসাবে তৈরি হয়েছে। যেহেতু সুন্দরবনের বিভিন্ন এলাকা ইয়াস, বুলবুল, আমফান সহ প্রাকৃতিক বিপর্যয়ে বারবার প্লাবিত হয়েছে, সেজন্য এই পার্কের ঘরগুলিকে এমনভাবে তৈরি করা হয়েছে যা ২০০ কিলোমিটার পর্যন্ত ঝড়ে ক্ষতিগ্রস্ত হবে না, এমনকি জলের উচ্চতা বাড়লেও ঘরগুলিতে জল উঠবে না।
advertisement
advertisement
আরও পড়ুন: 
এই ঘরে কোনও পেঁরেক ব্যবহার করা হয়নি। ঘরের ভিতরে সুন্দর-ভাবে সাজানো রয়েছে বিভিন্ন আসবাবপত্র, এমনকি মাটির ঘরে এসি ও বাদ যায়নি। তাদের উদ্দেশ্য, এই ঘরে শুধু কাউকে ভাড়া দিয়ে থাকতে দেওয়া নয়, ঘুর্ণিঝড় প্রতিরোধী এই মডেল কটেজ তৈরি করে তাঁরা সকলকে দেখাতে চাইছেন,  যে  কেবলমাত্র সুন্দরবনের মানুষ মাত্র ৩ লাখ টাকা খরচা করলে এমন বাড়ি বানিয়ে নির্ভয়ে থাকতে পারে। তাহলে আর দেরি কিসের ঘুরে আসুন মুক্তি পার্কে। তবে আপাতত এই পার্কেই রয়েছে এই ব্যবস্থা!
advertisement
নবাব মল্লিক
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণ ২৪ পরগনা/
Travel: ২০০ কিমি গতিবেগের ঝড়েও ক্ষতি হবে না এই মাটির বাড়ির! সুন্দরবনের কাছেই রয়েছে এই পার্ক!
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement