TRENDING:

Howrah News: সন্ধে হতেই হাজির হয় গোটা দশেক বাস, তারপরেই গ্রাম পুরুষশূন্য! কারণ জানলে অবাক হবেন

Last Updated:

গত প্রায় ১১ মাস বন্ধ হাওড়া সাঁকরাইল মানিকপুর ডেল্টা জুটমিল, কাজের সন্ধানে এলাকার মানুষ যাচ্ছেন অন্যত্র৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#হাওড়া: সন্ধে হলে গ্রামে পরিবার ছেড়ে অন্যত্র যেতে হয় কর্তাদের৷ গ্রাম  সন্ধের পর থেকেই পুরুষ শূন্য। গত প্রায় ১১ মাস বন্ধ হাওড়া সাঁকরাইল মানিকপুর ডেল্টা জুটমিল। এলাকার অধিকাংশ পুরুষ ডেল্টা জোট মিলের শ্রমিক৷ মিল বন্ধ হওয়ায় কর্মহারা হয়ে পড়েছেন তাঁরা৷ এর ফলে কয়েক হাজার পরিবারে অচলাবস্থা৷ মিল খোলার আশায় কাটছে দিন। কেউ অন্যান্য কাজে যুক্ত হয়েছে, অনেকেই আবার এখনও কাজ খুঁজে পাননি। কয়েক হাজার শ্রমিক পরিবার অসহায় ভাবে দিন কাটাচ্ছে এই ভাবেই।
advertisement

এলাকার মানুষের যেমন দৈনন্দিন খাবার জোগাড় করা যেমন কঠিন হয়ে দাঁড়িয়েছে, তেমনই ছেলেমেয়েদের লেখাপড়ার খরচ জোগানোও কঠিন। কাজ না পেয়ে সারারাত অপেক্ষায় থেকেই বাড়ি ফিরতে হচ্ছে নিরাশ হয়ে।প্রতিদিন সন্ধে হলে দেখা যায় মিলের সামনে কয়েক হাজার শ্রমিক অপেক্ষা করছেন বাসের৷ তারপর এক এক করে ১০-১২ টি বাস আসবে, সেই বাসে চড়ে কেউ টিটাগর, বালি, শ্রীরামপুর বা হেস্ট্রিং। সারারাত বাড়ির বাইরে থেকেই এভাবে একের পর এক দিন কাটছে৷

advertisement

আরও পড়ুন : ‘‘মেয়ের খেয়াল রাখো, ওর শরীর ভাল নেই’’, স্ত্রীর সঙ্গে ফোনে এটাই ছিল দুর্ঘটনাগ্রস্ত চপারের নিহত চালকের শেষ কথা

মানিকপুর এলাকার মানুষের অভিযোগ কিছু দিন চলার পর মিল বন্ধ হয়। এই ঘটনা তাদের অতি পরিচিত তবে এইবার দীর্ঘ সময় বন্ধ রয়েছে। কবে মিল খুলবে সেই আশাতেই দিন গুনছেন হাজার হাজার শ্রমিক, তাদের অভিযোগ স্থানীয় রাজনৈতিক নেতাকর্মীরা হয়তো সহযোগিতা করলে সুরাহা মিলতে পারে, কিন্তু এ সময় তাদেরও পাশে পাচ্ছে না বলেই অভিযোগ শ্রমিকদের।

advertisement

View More

সেরা ভিডিও

আরও দেখুন
হাতের কাজেই আয়ের দিশা! বাঁশের ঝুড়ি-কুলো বানিয়ে ভাল টাকা লাভ করছেন মাহালিরা
আরও দেখুন

রাকেশ মাইতি

বাংলা খবর/ খবর/হাওড়া/
Howrah News: সন্ধে হতেই হাজির হয় গোটা দশেক বাস, তারপরেই গ্রাম পুরুষশূন্য! কারণ জানলে অবাক হবেন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল