বর্ষায় রাস্তা পিচ্ছিল হয়ে পড়ে, পারাপার করতে পিছলে পড়ে মানুষ। বিভিন্ন স্থানে নেই ইট জমা জল-কাদা, কোথাও ইট উঁচু কোথাও বা খাদ বর্ষায় পিচ্ছিল রাস্তা পারাপার করতে গিয়ে হাত পা ভেঙে দুর্ঘটনা ঘটেছে জানায় গ্রামের মানুষ। দশকের পর দশক ধরে রাস্তা বর্ষা এলে চলাচলের অযোগ্য। রাস্তা তৈরি হবে পঞ্চায়েতের পক্ষ থেকে মাপও হয়েছে তবে রাস্তার তৈরীর কাজ শুরু হয়নি।
advertisement
আরও পড়ুনঃ ঝুঁকিপূর্ণ কাঠের সেতুতেই প্রাণ হাতে পারাপার গ্রামবাসীদের!
এলাকার মানুষ জানায় একাধিকবার প্রতিশ্রুতি মিলেছে তবে রাস্তার কাজ হয়নি আজও। স্থানীয় মানুষের অভিযোগ, জঞ্জালচক ও ছিট জঞ্জালিচক গ্রামের বসবাসকারী অধিকাংশ মানুষই শ্রমজীবী। তাদের অভিযোগ, রাজ্যজুড়ে বিভিন্ন প্রকল্পের সুবিধা রয়েছে সাধারন মানুষের জন্য তবে তারা অধিকাংশ সরকারি সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত।
আরও পড়ুনঃ অন্ধকারাচ্ছন্ন রাস্তায় পঞ্চায়েতের তৎপরতায় ফিরল আলো
কবে ফিরবে হাল, সেদিকে তাকিয়ে গ্রামীণ মানুষগুলি। রাস্তা খারাপ হওয়ার ফলে ছেলে মেয়েদের স্কুল পাঠশালা এবং গ্রামের মানুষ বাজার দোকান থেকে কর্মসংস্থান যেতে সমস্যায় পড়তে হয়। এ প্রসঙ্গে আমতা-১ ব্লকের বিডিওর সঙ্গে কথা বলতে একাধিকবার চেষ্টা করা হলেও তা সম্ভব হয়নি।
Rakesh Maity