TRENDING:

Uluberia Rash Mela 2022: উলুবেড়িয়ার বিখ্যাত রাস মেলা, যা দেখতে ভিড় জমান জেলার প্রতিটি প্রান্তের মানুষ

Last Updated:

Raash Purnima 2022 : উলুবেড়িয়ার ঐতিহ্যবাহী কালীবাড়ির রাস উৎসবে জমে উটেছে মেলা। মেলায় বিভিন্ন প্রান্ত থেকে মানুষ এসে ভিড় জমাচ্ছেন। 

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
রাকেশ মাইতি, হাওড়া: উলুবেড়িয়ার ঐতিহ্যবাহী কালীবাড়ির রাস উৎসবে জমে উঠেছে মেলা। মেলায় বিভিন্ন প্রান্ত থেকে মানুষ এসে ভিড় জমাচ্ছেন। হাওড়া জেলার শ্রেষ্ঠ রাস মেলা, মেলা উপলক্ষে যেমন প্রতি বছর বিভিন্ন জিনিসের পসরা। সংসারে নিত্য প্রয়োজনীয় জিনিস, সাজ পোশাক,নাগরদোলা আরোও কত কী।
advertisement

রাসপূর্ণিমার দিন পুজো অনুষ্ঠান দিয়ে সূচনা হয় উৎসবের, তবে পাকাপাকি মেলা বসতে সময় লাগে ৭ থেকে ৮ দিন। তার পর প্রায় এক মাস থাকে মেলা। এই একমাস ধরে প্রতিদিন বিভিন্ন প্রান্ত থেকে অসংখ্য মানুষজন, জেলার পাশাপাশি দুই ২৪ পরগনা, মেদিনীপুর থেকেও মানুষজন আসেন মেলাতে।

এই মেলার বৈশিষ্ট্য হল বেশ কিছু জিনিস যা সারা বছর অন্যত্র কিনতে না পাওয়া গেলেও মানুষকে অপেক্ষা করে থাকতে হয় রাস মেলার জন্য। গত দু'বছর করোনার জন্য থমকে পড়েছিল। এবার সেই পুরনো ছন্দে জমাটির রাস মেলার ভিড়। একদিক থেকে বসেছে বিভিন্ন নাগরদোলা, বিভিন্ন খাবারের স্টল একেবারে পরিপাটি মেলা। সারা সপ্তাহ জুড়ে মানুষের আনাগোনা থাকলেও শনি ও রবিবার সবথেকে বেশি ভিড় জমে মেলাতে।

advertisement

আরও পড়ুন : বিনামূল্যে মিলবে সব পরিষেবা, বর্ধমানে সব ওয়ার্ডে সুস্বাস্থ্য কেন্দ্র গড়ছে পুরসভা

View More

এ বার ৭১ তম বর্ষে পড়ল হাওড়া উলুবেড়িয়ার বিখ্যাত রাসমেলা। সারা বছর মানুষ উলুবেড়িয়া রাসের অপেক্ষায় থাকেন, মেলায় নানা জিনিসের পসরা, দেড় থেকে দুশো দোকান, মেলায় কেক পেস্ট্রি থেকে নানা সংসারের প্রয়োজনীয় জিনিসের দোকান থাকে।

advertisement

আরও পড়ুন :  রাজ্যের এই প্রাথমিক স্কুলে নেই স্কুলছুট, বাড়ছে পড়ুয়ার সংখ্যাও! তার কারণও চমকপ্রদ

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

সমস্ত কিছু মিলবে এই মেলায়, এর পাশাপশি আকর্ষণীয় মডেল, রামায়ণ মহাভারতের বিভিন্ন চরিত্রের অসংখ্য ছোট বড় মডেল, বিশেষ করে উলুবেরিয়া রাসের আকর্ষণ হল অটোমেটিক মডেল। কোনটি স্থির রয়েছে, তো কোনওটি নড়াচড়া করছে মডেল। যা  ছোটদের পাশাপাশি বড়দের মন আনন্দে ভরে উঠছে। উদ্যোক্তা রঘুনাথ দে জানান, জেলার বিভিন্ন প্রান্ত থেকে মানুষ আসেন লক্ষাধিক মানুষের জমায়েত এই মেলায়।

advertisement

বাংলা খবর/ খবর/হাওড়া/
Uluberia Rash Mela 2022: উলুবেড়িয়ার বিখ্যাত রাস মেলা, যা দেখতে ভিড় জমান জেলার প্রতিটি প্রান্তের মানুষ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল