TRENDING:

Howrah News: নতুন বছরের প্রথম দিনই উলুবেড়িয়া কালীবাড়িতে জেলার বিভিন্ন প্রান্ত থেকে পুণ্যার্থীদের ভিড়

Last Updated:

Howrah News: নতুন বছরের প্রথম দিনেই উলুবেড়িয়া কালীবাড়িতে মানুষের ঢল, জেলার বিভিন্ন প্রান্ত থেকে এলেন ভক্ত, অন্যান্য বছরের মতোই এ বছরেও সকাল থেকে মন্দিরে হাজির ভক্ত

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
রাকেশ মাইতি, হাওড়া: শুভ নববর্ষ, নতুন বছরের শুভারম্ভের কামনায় আপামর বাঙালি। বাংলা ক্যালেন্ডারের বছর শুরু হয় বৈশাখে। ১  বৈশাখ মানেই বাঙালি মেতে ওঠেন নতুন বর্ষবরণ উৎসবে। এই বর্ষবরণ উৎসব হাওড়া জেলায় বেশ জাঁকজমক করে অনুষ্ঠিত হয়। বর্ণাঢ্য শোভাযাত্রা থেকে সংস্কৃতিক চর্চার মধ্য দিয়ে পালিত হয় বর্ষবরণ উৎসব। এ বার বাংলার ১৪২৯ সালকে বিদায় জানিয়ে ১৪৩০ সালে স্বাগতবার্তা লেখা হল।
advertisement

নতুন বছরকে স্বাগত জানাতে বাংলার মানুষ মেতেছে নববর্ষ উৎসবে। নতুন বর্ষবরণে যেমন নানা রঙের নানা স্বাদের অনুষ্ঠানে মেতেছে বাঙালি। তেমনই সারা বছর ভাল কাটুক, সেই প্রার্থনা নিয়ে সপরিবার বন্ধু-বান্ধব মিলে মানুষ হাজির মায়ের কাছে। বহু মানুষ রয়েছেন যারা নতুন বছর শুরু করেন মায়ের পুজো আরাধনার মধ্য দিয়ে। এই রীতিনীতি দীর্ঘদিনের। তবে বর্তমান সময়ে আরও বেড়ে চলেছে এই রীতি বা রেওয়াজ। বিশেষ করে নতুন বছরের প্রথম দিনে তারাপীঠ দক্ষিণেশ্বর কালীঘাটের মত মন্দিরে প্রচুর ভক্ত সমাগম হয়।

advertisement

আরও পড়ুন :  ‘হালখাতা’ কথাটার মানে কী? পয়লা বৈশাখেই বা কেন এই রীতি পালিত হয়, জানুন

হাওড়ার উলুবেড়িয়া কালীবাড়ি ও বাগনান খালোর কালীবাড়িতেও এদিন সকাল থেকে ভক্তদের ঢল নামে প্রতি বছর। অন্যান্য বছরের মত এ বছরও সপরিবার বন্ধু-বান্ধব মিলে মায়ের মন্দিরে হাজির ভক্তরা। হালখাতা বা খাতা পুজো করতে ব্যবসায়ীরা হাজির মায়ের কাছে। পুরুষ মহিলা মিলে অসংখ্য ভক্ত সমাগম হয়। জানা যায়, সারাদিন কয়েক হাজার ভক্ত আসেন উলুবেড়িয়া কালীবাড়িতে।

advertisement

View More

সেরা ভিডিও

আরও দেখুন
লন্ডন এবার পুরুলিয়ায়! ১-২ রকম নয় পাওয়া যাচ্ছে ২৫ রকমের কেক-পেস্ট্রি
আরও দেখুন

হাওড়া জেলার অন্যতম বাগনান খালোর কালীবাড়ি। এখানেও এই বিশেষ দিনে অসংখ্য ভক্ত সমাগম ঘটে। জেলার বিভিন্ন প্রান্ত থেকে ভক্ত আসেন। এরমধ্যে বহু ভক্তকেই দেখা গেল গঙ্গায় স্নান সেরে উলুবেড়িয়া আনন্দময়ী মায়ের পুজো দিতে।

বাংলা খবর/ খবর/হাওড়া/
Howrah News: নতুন বছরের প্রথম দিনই উলুবেড়িয়া কালীবাড়িতে জেলার বিভিন্ন প্রান্ত থেকে পুণ্যার্থীদের ভিড়
Open in App
হোম
খবর
ফটো
লোকাল