নতুন বছরকে স্বাগত জানাতে বাংলার মানুষ মেতেছে নববর্ষ উৎসবে। নতুন বর্ষবরণে যেমন নানা রঙের নানা স্বাদের অনুষ্ঠানে মেতেছে বাঙালি। তেমনই সারা বছর ভাল কাটুক, সেই প্রার্থনা নিয়ে সপরিবার বন্ধু-বান্ধব মিলে মানুষ হাজির মায়ের কাছে। বহু মানুষ রয়েছেন যারা নতুন বছর শুরু করেন মায়ের পুজো আরাধনার মধ্য দিয়ে। এই রীতিনীতি দীর্ঘদিনের। তবে বর্তমান সময়ে আরও বেড়ে চলেছে এই রীতি বা রেওয়াজ। বিশেষ করে নতুন বছরের প্রথম দিনে তারাপীঠ দক্ষিণেশ্বর কালীঘাটের মত মন্দিরে প্রচুর ভক্ত সমাগম হয়।
advertisement
আরও পড়ুন : ‘হালখাতা’ কথাটার মানে কী? পয়লা বৈশাখেই বা কেন এই রীতি পালিত হয়, জানুন
হাওড়ার উলুবেড়িয়া কালীবাড়ি ও বাগনান খালোর কালীবাড়িতেও এদিন সকাল থেকে ভক্তদের ঢল নামে প্রতি বছর। অন্যান্য বছরের মত এ বছরও সপরিবার বন্ধু-বান্ধব মিলে মায়ের মন্দিরে হাজির ভক্তরা। হালখাতা বা খাতা পুজো করতে ব্যবসায়ীরা হাজির মায়ের কাছে। পুরুষ মহিলা মিলে অসংখ্য ভক্ত সমাগম হয়। জানা যায়, সারাদিন কয়েক হাজার ভক্ত আসেন উলুবেড়িয়া কালীবাড়িতে।
হাওড়া জেলার অন্যতম বাগনান খালোর কালীবাড়ি। এখানেও এই বিশেষ দিনে অসংখ্য ভক্ত সমাগম ঘটে। জেলার বিভিন্ন প্রান্ত থেকে ভক্ত আসেন। এরমধ্যে বহু ভক্তকেই দেখা গেল গঙ্গায় স্নান সেরে উলুবেড়িয়া আনন্দময়ী মায়ের পুজো দিতে।