TRENDING:

Bike accident: বাইকের থেকে উড়ে গিয়ে লরির ছাদে যুবক! নিবেদিতা সেতুতে ভয়াবহ দুর্ঘটনা, মৃত ২

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: ইদের দিন বাইক নিয়ে বেরিয়ে পড়েছিলেন দুই যুবক৷ কিন্তু সম্ভবত তাঁরা জানতেন না, দক্ষিণেশ্বরের নিবেদিতা সেতুর উপর দিয়ে বাইক চলাচল নিষিদ্ধ৷ বাইক নিয়ে সেতুতে ওঠার মুখে বাধা পেয়ে ভুল লেন দিয়ে ফিরতে গিয়েই ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়ে মৃত্যু হল দুই যুবকের৷ ঘটনায় নিবেদিতা সেতুর উপরের অ্যাপ্রোচ রোডে পুলিশি নজরদারি নিয়েও প্রশ্ন উঠছে৷
দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত গাড়ি এবং বাইক৷
দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত গাড়ি এবং বাইক৷
advertisement

জানা গিয়েছে, মৃত দুই যুবকের নাম সাবির মণ্ডল (২২) ও বাচ্চু মণ্ডল (৩০)৷ দু জনেই উত্তর চব্বিশ পরগণার বাঁদুড়িয়ার বাসিন্দা৷ এ দিন ওই দুই যুবক বাইক নিয়ে দক্ষিণেশ্বরের দিক দিয়ে নিবেদিতা সেতুতে উঠে পড়েন৷ কিন্তু বালিতে টোল প্লাজার কাছে এসে তাঁরা আর বেরোতে পারেননি৷ তখন বাইক ঘুরিয়ে ফের দক্ষিণেশ্বরের দিকে ফিরতে শুরু করেন তাঁরা৷ কিন্তু যে লেন ধরে তাঁরা ফিরছিলেন, সেটি ধরে সব গাড়ি দক্ষিণেশ্বরের দিক থেকে বালির দিকে যায়৷ তার উপর কোনও সতর্কতা অবলম্বন না করেই দুরন্ত গতিতে ছুটছিল বাইকটি৷ দুই যুবকের মাথায় হেলমেটও ছিল না৷

advertisement

আরও পড়ুন: সল্টলেকের রাস্তায় সরকারি বাসের বেপরোয়া গতি, ভয়ঙ্কর দুর্ঘটনায় মৃত ১

আচমকাই দক্ষিণেশ্বরের দিক থেকে আসা একটি গাড়ির সামনে পড়ে যায় বাইকটি৷ সংঘর্ষের তীব্রতা এতটাই ছিল যে বাইক আরোহী এক যুবক রাস্তায় ছিটকে পড়েন৷ আর অন্য জন উড়ে গিয়ে একটি পণ্যবাহী গাড়ির ছাদের উপরে গিয়ে পড়েন৷ দুর্ঘটনার জেরে চারা চাকা গাড়িটিও যথেষ্ট ক্ষতিগ্রস্ত হয়৷ সেটির চালকেরও আঘাত লাগে৷ কিন্তু গাড়ির এয়ারব্যাগ খুলে যাওয়ায় প্রাণে বেঁচে যান তিনি৷

advertisement

আরও পড়ুন: পুরী নয়, হাওড়া থেকে পরের বন্দে ভারত কোথায় যাবে? এগিয়ে এই শহর, জানুন সময় লাগবে ক' ঘণ্টা

গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে দুই যুবককে উত্তরপাড়া স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যায় পুলিশ৷ সেখানেই দু জনের মৃত্যু হয়৷ মৃতদের পরিবারে দুঃসংবাদ দেওয়া হয়েছে৷

সেরা ভিডিও

আরও দেখুন
​'শুভ বিজয়া' সন্দেশ স্পেশালে মন মজেছে জনতার! বর্ধমানের মিষ্টির দোকানে ভিড়
আরও দেখুন

তবে এই ঘটনায় পুলিশের নজরদারি নিয়েও প্রশ্ন উঠছে৷ যে রাস্তায় বাইক প্রবেশই নিষিদ্ধ, সেখানে হেলমেট বিহীন অবস্থায় দুই যুবক বাইক নিয়ে দক্ষিণেশ্বর থেকে বালির টোল প্লাজা পর্যন্ত কীভাবে চলে গেলেন, সেটাই বড় প্রশ্ন৷ তার উপর আটকানোর পর তাদের ভুল লেন ধরে উল্টো দিকে আসতেই বা দেওয়া হল কেন, সেই প্রশ্নও উঠছে৷

advertisement

বাংলা খবর/ খবর/হাওড়া/
Bike accident: বাইকের থেকে উড়ে গিয়ে লরির ছাদে যুবক! নিবেদিতা সেতুতে ভয়াবহ দুর্ঘটনা, মৃত ২
Open in App
হোম
খবর
ফটো
লোকাল