Salt Lake bus accident: সল্টলেকের রাস্তায় সরকারি বাসের বেপরোয়া গতি, ভয়ঙ্কর দুর্ঘটনায় মৃত ১

Last Updated:

প্রত্যক্ষদর্শীদের দাবি, বাসটি অত্যন্ত দ্রুত গতিতে যাচ্ছিল৷ যার ফলে আইল্যান্ডের কাছে এসে আর নিয়ন্ত্রণ রাখতে পারেননি চালক৷

ফুটপাতে উঠে যায় সরকারি বাসটি৷
ফুটপাতে উঠে যায় সরকারি বাসটি৷
কলকাতা: বেপরোয়া গতির জেরে সল্টলেকে দুর্ঘটনার কবলে সরকারি বাস৷ বাসের ধাক্কায় মৃত্যু হল এক রিক্সা চালকের৷ ঘটনায় আহতও হয়েছেন বেশ কয়েকজন সাধারণ মানুষ৷ আহতদের বিধাননগর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে৷ যদিও সরকারি বাসের চালক পলাতক৷
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, এ দিন বেলা বারোটা নাগাদ ইএম বাইপাস থেকে সল্টলেকের দিকে ঢুকছিল এস ৯ রুটের একটি সরকারি বাস৷ অভিযোগ, সিগন্যাল ভেঙেই বাইপাস থেকে সল্টলেকের রাস্তায় ঢুকে পড়েন চালক৷ বাসের গতিও ছিল বেশি৷ সেই সময় জি সি আইল্যান্ডের সামনে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা দুটি রিক্সায় প্রথমে ধাক্কা মারে বাসটি৷ এর পরে ডিভাইডা্রে উঠে গিয়ে একটি গাছ এবং পাঁচিলে ধাক্কা মেরে দাঁড়িয়ে যায় বাসটি৷
advertisement
advertisement
দুর্ঘটনার সঙ্গে সঙ্গেই ছুটে আসেন পথচারীরা৷ খবর পেয়ে ঘটনাস্থলে আসে বিধাননগর দক্ষিণ থানার পুলিশ৷ দুই রিক্সাচালক সহ আহতদের উদ্ধার করে বিধাননগর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ সেখানেই এক রিক্সাচালককে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা৷
advertisement
প্রত্যক্ষদর্শীদের দাবি, বাসটি অত্যন্ত দ্রুত গতিতে যাচ্ছিল৷ যার ফলে আইল্যান্ডের কাছে এসে আর নিয়ন্ত্রণ রাখতে পারেননি চালক৷ বাসের বেশ কয়েকজন যাত্রীও দুর্ঘটনায় আহত হন৷
জানা গিয়েছে, মৃত রিক্সা চালকের নাম বৃন্দাবন প্রধান (৬৫)৷ আদতে মুর্শিদাবাদের বাসিন্দা বৃন্দাবন বাবু কেষ্টপুরে ঘর ভাড়া নিয়ে পরিবারের সঙ্গে থাকতেন৷
advertisement
দুর্ঘটনার পরই পালিয়ে যান বাস চালক৷ তাঁর খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ৷ এই দুর্ঘটনার পর ফের একবার সল্টলেকে যানবাহনের গতি নিয়ন্ত্রণ নিয়ে প্রশ্ন উঠে গেল৷ স্থানীয়দের অভিযোগ, অনেক জায়গাতেই বিভিন্ন মোড় অথবা আইল্যান্ডের সিগন্যালগুলি ঠিক মতো কাজ করে না৷ আবার পুলিশের নজরদারির অভাবে বহু ক্ষেত্রেই গাড়ি চালকরা সিগন্যাল না মেনে বেপরোয়া গতিতে গাড়ি ছোটান৷
বাংলা খবর/ খবর/কলকাতা/
Salt Lake bus accident: সল্টলেকের রাস্তায় সরকারি বাসের বেপরোয়া গতি, ভয়ঙ্কর দুর্ঘটনায় মৃত ১
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement