এলাকার মানুষ স্বাস্থ্য পরিসেবা পাবে,সেই গুরুত্ব রেখে হাসপাতালে পরিষেবা শুরু হলেও অধিকাংশ মানুষকেই চিকিৎসা পরিষেবা পেতে যেতে হয় অন্যত্র। ১৫ -২০ কিলোমিটার পথ পেরিয়ে অন্য কোথাও। বহু মানুষকে সমস্যায় পড়তে হয় দীর্ঘ পথ অতিক্রম করে যেতে, জানান স্থানীয় মানুষ।
আরও পড়ুনঃ কারখানায় হঠাৎ জ্বলে ওঠে আগুন! সেই কারখানা স্থানীয় মানুষের ত্রাস!
advertisement
তবে উপায় যে নেই। এ প্রসঙ্গে ওই হাসপাতালে সুপার ডাঃ তপন কুমার পালিত জানান, ৫০ বেডের হাসপাতাল পরিষেবা বহাল রাখতে যে পরিমাণ ডাক্তার বা নার্সের প্রয়োজন তার সিকি ভাগ হাসপাতালে নেই। স্টেট জেনারেল হাসপাতালে নেই স্পেশালিস্ট ডাক্তার। তার ফলেই চিকিৎসা পরিষেবা ব্যাহত হচ্ছে মানুষ বঞ্চিত হচ্ছেন।
আরও পড়ুনঃ আন্দোলনে রাজ্যের আশা কর্মীরা, দাবি না মানলে লাগাতার কর্মবিরতির হুমকি!
সামান্য কিছু রোগের পরিষেবা ছাড়া, একটু-আধটু গুরুতর হলেই তাদের বাধ্য হয়ে রেফার করতে হয়। অন্যত্র এ বিষয়ে একাধিক বার লিখিত জানিয়েও কোন উত্তর পাওয়া যায়নি। হাসপাতাল চত্বর খোলামেলা কোনরকম নিরাপত্তার ব্যবস্থাও নেই।
RAKESH MAITY