Howrah: কারখানায় হঠাৎ জ্বলে ওঠে আগুন! সেই কারখানা স্থানীয় মানুষের ত্রাস!
- Published by:Soumabrata Ghosh
Last Updated:
আচমকা কারখানায় জ্বলে ওঠে আগুন, সেই কারখানা এলাকার মানুষের ত্রাস। ডোমজুড় কাটলিয়া এলাকায় একটি তৈল জাতীয় কারখানা স্থানীয় মানুষের আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে।
#হাওড়া : আচমকা কারখানায় জ্বলে ওঠে আগুন, সেই কারখানা এলাকার মানুষের ত্রাস। ডোমজুড় কাটলিয়া এলাকায় একটি তৈল জাতীয় কারখানা স্থানীয় মানুষের আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে। কয়েক মাস এলাকার মানুষের ঘুম চেটেছে। স্থানীয় মানুষের অভিযোগ, ওই কারখানায় কাজ শুরু হয় কয়েক মাস আগে। এটি তৈল জাতীয় তৈরির কারখানা, কাজ শুরু হওয়ার কিছুদিন পর থেকেই স্থানীয় মানুষের নজরে আসে মাঝে মধ্যেই আগুন লেগে যাওয়ার ঘটনা। ওদের কথায় কারখানায় কাজ শুরু হলে এলাকা দোষীদের ধোয়ায় ঢেকে যায়। স্থানীয় সূত্রে জানা যায় ওই কারখানায় মেশিনারি তেল তৈরী হয়। বড় বড় তেলের পিপ গাড়িতে আসা যাওয়া হয়। কারখানা এবং কারখানার পার্শ্ববর্তী তে তেল ছড়িয়ে ছিটিয়ে থাকে, যে কোন মুহূর্তে বড়সড়ো দুর্ঘটনার আশঙ্কা মনে করছে স্থানীয় মানুষ।
কারখানাটি ইন্ডাস্ট্রি এলাকার শেষ সীমানায়, অন্যদিকে ডোমজুড় কাটলিয়ায় ওই কারখানাটি ঘন জনবসতি লাগোয়া। সেখানকার মানুষ কারখানায়টি বন্ধের দাবিতে একাধিকবার সরব হয়েছে। তাদের অভিযোগ ঘন জনবসতি গা ঘেঁষে রয়েছে কারখানাটি, কাজ চললে ঝাঁঝালো গন্ধযুক্ত ধোয়া এবং মাঝেমধ্যে আগুন জ্বলে ওঠে বলে অভিযোগ স্থানীয়দের, তাতেই আতঙ্কিত হয়ে পড়েছে এলাকার মানুষ।
আরও পড়ুনঃ আন্দোলনে রাজ্যের আশা কর্মীরা, দাবি না মানলে লাগাতার কর্মবিরতির হুমকি!
কারখানার মধ্যে রয়েছে বড় বড় তেলের ট্যাংক, এই তেলের কারখানাটি যেকোনো মুহূর্তে বড়সড়ো বিপদ ঘটাতে পারে বলে অভিযোগ। স্থানীয়দের অভিযোগ ওই কারখানাতে অগ্নি নির্বাহক নেই কোন ব্যবস্থা। শুক্রবার এলাকার মানুষ কারখানার মেইন দরজায় তালা ঝুলিয়ে দিয়ে সামনে বাঁশের ব্যারিকেট ঘিরে বিক্ষোভ দেখায়।
advertisement
advertisement
আরও পড়ুনঃ মানুষ টিকতে পারছেনা ঘরে, বাড়িতে আসেনা আত্মীয়! কিন্তু কেন?
স্থানীয় এক মানুষের কথায় ওই স্থানে অন্য কোন কারখানা বা শিল্প গড়ে উঠুক, তবে ওই তেলের কারখানা ওখানে তারা চায়না। ঘটনা স্থলে ডোমজুড় থানার পুলিশ এলে বিক্ষোভ ওঠে। ওই কারখানার দায়িত্বে থাকা কর্মচারীকে পুলিশ আটক করেছে!
advertisement
Rakesh Maity
Location :
First Published :
July 29, 2022 8:39 PM IST