আরও পড়ুন: গণনা শেষে দিনাটায় রাস্তার ধার থেকে উদ্ধার বোমা
নির্বাচন কমিশনের তথ্য বলছে হাওড়ার ১৫৭ টি গ্রাম পঞ্চায়েতের মধ্যে ১ টি বিজেপির দখলে গিয়েছে। ২০১৮ সালে এই সংখ্যাটা ছিল ৮। অন্যদিকে ৪ টি গ্রাম পঞ্চায়েত সিপিএম, কংগ্রেস ও আইএসএফ জোট দখল করেছে। সবমিলিয়ে জেলায় মাত্র ৫ টি পঞ্চায়েত শাসক দলের হাতছাড়া হয়েছে। বাকি ১৫২ টি পঞ্চায়েতই তৃণমূলের দখলে গিয়েছে। যা গতবারের তুলনায় বেশি। পাশাপাশি জেলার ১৪ টি পঞ্চায়েত সমিতই দখল করেছে তৃণমূল। জেলা পরিষদেও বিরোধীরা দাঁত ফটাতে পারেনি। ৪২ টি জেলা পরিষদ আসনের সবকটিতেই জয়ী শাসক দল।
advertisement
২০২১ এর বিধানসভা নির্বাচনেও হাওড়ার সব কটি কেন্দ্রে জয়ী হয়েছিল তৃণমূল। এবার আনিস খানের ‘অস্বাভাবিক’ মৃত্যুর ঘটনাকে পুঁজি করে হাওড়া জেলার একটা বড় অংশে দাঁত ফোটানোর চেষ্টা করেছিল বামেরা। তাদের সঙ্গে ছিল কংগ্রেস ও আইএসএফ। কিন্তু খোদ আনিসের দাদা-মামা হেরে গিয়েছেন।
রাকেশ মাইতি