Coochbehar News: গণনা শেষে দিনাটায় রাস্তার ধার থেকে উদ্ধার বোমা

Last Updated:

গণনা শেষে ফের আতঙ্ক দিনহাটায়। রাস্তার পাশ থেকে উদ্ধার তাজা বোমা!

কোচবিহার: পঞ্চায়েতের ভোটগ্রহণের দিনের মতোই ফল প্রকাশের দিনও অশান্তির সাক্ষী থেকেছে গোটা রাজ্য। এমনকি ভোটগ্রহণ শুরুর পর নানান ঘটনায় পাঁচজনের মৃত্যুও হয়েছে এই পর্যন্ত। তবে মঙ্গলবার অর্থাৎ পঞ্চায়েত নির্বাচনের ভোট গণনার প্রথম দিন কোচবিহারে খুব একটা ঝামেলা হয়নি। মোটের উপর নিয়ন্ত্রণে ছিল পরিস্থিতি। জেলায় কার্যত সবুজ ঝড় বয়ে গিয়েছে। অনেকটা পিছিয়ে থেকে দ্বিতীয় হয়েছে বিজেপি। কিন্তু ভোট গণনা শেষের পরই ফিরল সেই আতঙ্কের ছবি। দিনহাটার বামনহাট এলাকায় রাস্তার পাশে পড়ে থাকতে দেখা গেল তাজা বোমা।
দিনহাটা-২ ব্লকের বামনহাট-১ পঞ্চায়েতের পাথরশন মহাদেবের পাট এলাকায় বুধবার সকালে একটি বাঁশের মাচার নিচে পড়ে থাকতে দেখা যায় এই তাজা বোমা। ওই বাঁশের মাচায় এলাকার লোকজন বসে প্রতিদিন বিকেলে গল্পগুজব করে। ফলে আতঙ্ক আরও তীব্র হয়েছে। গ্রামবাসীদের দাবি, বোমাটি চোখে না পড়লে বড় বিপদ ঘটতে পারতো।
advertisement
advertisement
স্থানীয় সূত্রে খবর, পঞ্চায়েত নির্বাচনের প্রচার পর্ব এবং ভোটের দিন বারবার রাজনৈতিক সংঘর্ষে উত্তপ্ত হয়েছে এই এলাকা। মঙ্গলবার ভোট গণনার পর দেখা যায় গোটা এলাকায় বিপুল জয় পেয়েছে শাসক দল তৃণমূল। তারপর থেকেই থমথমে হয়ে আছে গ্রাম। তবে আর কোনও অশান্তি হয়নি। তারপর এদিন সকালে গ্রামবাসীদের একাংশই ওই বাঁশের মাচার নিচে বোমাটি দেখতে পায়। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় সাহেবগঞ্জ থানায়। পুলিশ এসে বোমাটি নিষ্ক্রিয় করে নিয়ে যায়।
advertisement
সার্থক পণ্ডিত
view comments
বাংলা খবর/ খবর/কোচবিহার/
Coochbehar News: গণনা শেষে দিনাটায় রাস্তার ধার থেকে উদ্ধার বোমা
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement