Coochbehar News: গণনা শেষে দিনাটায় রাস্তার ধার থেকে উদ্ধার বোমা
- Published by:kaustav bhowmick
- news18 bangla
- Reported by:SARTHAK PANDIT
Last Updated:
গণনা শেষে ফের আতঙ্ক দিনহাটায়। রাস্তার পাশ থেকে উদ্ধার তাজা বোমা!
কোচবিহার: পঞ্চায়েতের ভোটগ্রহণের দিনের মতোই ফল প্রকাশের দিনও অশান্তির সাক্ষী থেকেছে গোটা রাজ্য। এমনকি ভোটগ্রহণ শুরুর পর নানান ঘটনায় পাঁচজনের মৃত্যুও হয়েছে এই পর্যন্ত। তবে মঙ্গলবার অর্থাৎ পঞ্চায়েত নির্বাচনের ভোট গণনার প্রথম দিন কোচবিহারে খুব একটা ঝামেলা হয়নি। মোটের উপর নিয়ন্ত্রণে ছিল পরিস্থিতি। জেলায় কার্যত সবুজ ঝড় বয়ে গিয়েছে। অনেকটা পিছিয়ে থেকে দ্বিতীয় হয়েছে বিজেপি। কিন্তু ভোট গণনা শেষের পরই ফিরল সেই আতঙ্কের ছবি। দিনহাটার বামনহাট এলাকায় রাস্তার পাশে পড়ে থাকতে দেখা গেল তাজা বোমা।
দিনহাটা-২ ব্লকের বামনহাট-১ পঞ্চায়েতের পাথরশন মহাদেবের পাট এলাকায় বুধবার সকালে একটি বাঁশের মাচার নিচে পড়ে থাকতে দেখা যায় এই তাজা বোমা। ওই বাঁশের মাচায় এলাকার লোকজন বসে প্রতিদিন বিকেলে গল্পগুজব করে। ফলে আতঙ্ক আরও তীব্র হয়েছে। গ্রামবাসীদের দাবি, বোমাটি চোখে না পড়লে বড় বিপদ ঘটতে পারতো।
advertisement
advertisement
স্থানীয় সূত্রে খবর, পঞ্চায়েত নির্বাচনের প্রচার পর্ব এবং ভোটের দিন বারবার রাজনৈতিক সংঘর্ষে উত্তপ্ত হয়েছে এই এলাকা। মঙ্গলবার ভোট গণনার পর দেখা যায় গোটা এলাকায় বিপুল জয় পেয়েছে শাসক দল তৃণমূল। তারপর থেকেই থমথমে হয়ে আছে গ্রাম। তবে আর কোনও অশান্তি হয়নি। তারপর এদিন সকালে গ্রামবাসীদের একাংশই ওই বাঁশের মাচার নিচে বোমাটি দেখতে পায়। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় সাহেবগঞ্জ থানায়। পুলিশ এসে বোমাটি নিষ্ক্রিয় করে নিয়ে যায়।
advertisement
সার্থক পণ্ডিত
Location :
Kolkata,West Bengal
First Published :
July 12, 2023 3:43 PM IST