জটু লাহিড়ী প্রথমে কংগ্রেসে ছিলেন, পরবর্তীতে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে তৃণমূল কংগ্রেসে আসেন। ২০১৬ সালের বিধানসভা নির্বাচনে জিতে পঞ্চমবারের জন্য বিধায়ক হয়েছিলেন জটু লাহিড়ী। তবে ২০২১ এর বিধানসভা নির্বাচনে দল তাঁকে টিকিট না দিলে তিনি অভিমানে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেন। দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন এই বর্ষিয়ান রাজনীতিবিদ। বৃহস্পতিবার তিনি ৮৭ বছর বয়সে প্রয়াত হন।
advertisement
এদিকে জটু লাহিড়ীর প্রয়াণ নিয়েও হাওড়ায় শুরু হয়েছে রাজনৈতিক তরজা। জটু লাহিড়ীর প্রয়াণে শোক প্রকাশ করেন হাওড়া শহরের তৃণমূল জেলা সভাপতি কল্যাণ ঘোষ। সেই সঙ্গে দাবি করেন, বিজেপিতে গেলেও সেখানে যথাযোগ্য মর্যাদা পাননি এই প্রবীণ রাজনীতিবিদ। তৃণমূলে থাকলে তাঁর শেষ যাত্রা আরও মর্যাদাপূর্ণ হত বলেও জানান কল্যাণবাবু। কল্যাণ ঘোষের এই মন্তব্যের কড়া প্রতিক্রিয়া জানানো হয় বিজেপির পক্ষ থেকে।
বিজেপির দাবি, জটু লাহিড়ীর প্রয়াণের দিনে এমন মন্তব্য একমাত্র অবিবেচকরাই করতে পারে। তাঁর মৃত্যুর দিনে যেখানে সকলে শ্রদ্ধা জানাচ্ছে, সেখানে কল্যাণ ঘোষের মন্তব্যকে নোংরা রাজনীতি বলে দাবি করেন বিজেপি নেতা উমেশ রাই।
রাকেশ মাইতি