TRENDING:

Howrah News: ভিয়েতনামের ঐতিহাসিক হো চি মিন ট্রেইল-এ ভারতের সাইকেল অভিযান!

Last Updated:

প্রথম ভারতীয় অভি‌যাত্রী দল ভিয়েতনামের ঐতিহাসিক 'হো চি মিন ট্রেইল'-এ। অভিযানের অভিজ্ঞতা শোনালেন নিউজ ১৮-কে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
হাওড়া: ভিয়েতনামের ঐতিহাসিক রাস্তায় অভিযান সেরে ঘরে ফিরল তিন বঙ্গসন্তান! ভিয়েতনামের বিখ্যাত ‘হো চি মিন ট্রেইল’ অভিযানের অনন্য অভিজ্ঞতার কথা জানালে অভিযাত্রীরা। গা ছমছমে ঐতিহাসিক পথ অতিক্রমের অভিজ্ঞতার পাশাপাশি সে দেশের মনমুগ্ধ করা প্রাকৃতিক সৌন্দর্যর কথা জানালেন পর্বত আরোহী এভারেস্ট জয়ী মলয় মুখার্জি, সাংবাদিক দেবাশীষ চক্রবর্তী ও পার্থ প্রতিম হাজরা। অভিযাত্রীদের কথায় এ যেন আকাশ আর পাতাল তফাৎ দুই দেশের সমাজ ব্যবস্থায়। ভারতবর্ষ নানা ধর্মের নানা বৈচিত্রের দেশে প্রাকৃতিক সৌন্দর্য কম নয়। তবে সুদূর ভিয়েতনাম যেন স্বপ্নের সাজানো দেশ। সে দেশে প্রাকৃতিক সৌন্দর্যের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে নিয়ম শৃঙ্খলা। আরও উল্লেখযোগ্য হল মানবিক ভিয়েতনামবাসীর সহজ সরল জীবনযাপন।
advertisement

আরও পড়ুন: হাওড়ায় প্রথম অ্যাডভেঞ্চারাস স্পোর্টস কায়াকিং ওয়ার্কশপ! দারুণ আগ্রহ দেখল বাংলার মানুষ

আমেরিকার আগ্রাসন থেকে দক্ষিনে ভিয়েতনামকে উদ্ধার করতে হো চি মিনের নেতৃত্বে দুর্গম জঙ্গলময় চড়াই-উতরাই পথ দিয়ে যুদ্ধে নেমেছিল ভিয়েতনামী সেনারা।

সাধারণ মানুষ আমেরিকার আগ্রাসন মুক্ত হতে সেই দুর্গম পথ দিয়ে সেনাবাহিনীকে খাবার ও অস্ত্র পৌঁছে দিয়েছে। বিখ্যাত পথ ইতিহাসের সাক্ষী। বর্তমানে ‘হো চি মিন ট্রেইল’ নামে পরিচিত। বিখ্যাত সেই পথ অতিক্রমের পাশাপাশি ভিয়েতনামের বিখ্যাত শহর এবং বিভিন্ন ঐতিহাসিক নিদর্শন চাক্ষুস করতে পৌঁছান অভিযাত্রীরা। প্রায় ৯০০ কিলোমিটার সাইকেল অভিযানে সুদূর ভিয়েতনামে পৌঁছে ভারতবর্ষের জাতীয় পতাকা ওড়ান তার পাশাপাশি রাজ্য তথা হাওড়া সিটি পুলিশের সড়ক সুরক্ষা অভিযানের ব্যানার তুলে ধরেন অভিযাত্রীরা। বিভিন্ন সচেতনতার বার্তার পাশাপাশি সেদেশের সংস্কৃতি সেখানকার মানুষের থেকে সচেতনতার বীজ সংগ্রহ করে বাংলায় ফিরলো তিন অভিযাত্রী।

advertisement

View More

“আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

এ প্রসঙ্গে এভারেস্ট জয়ী পর্বত আরোহী মলয় মুখার্জি জানান, অ্যাডভেঞ্চার আর প্রকৃতির টানে ভিয়েতনামে এই সাইকেল অভিযান। অনন্য একটা অভিজ্ঞতা এটি।অন্যদিকে সাংবাদিক দেবাশীষ চক্রবর্তী জানান, বর্তমান সময়ে সারা বিশ্বে যেভাবে দূষণ ছড়াচ্ছে। উন্নত দেশগুলোতে ও যেভাবে মানুষ প্রকৃতি তথা পৃথিবীকে বিপদের মুখে ঠেলে দিচ্ছে। সেই দিক থেকে পরিবেশ রক্ষা এবং মানবিকতার দিক থেকে অনেক এগিয়ে ভিয়েতনামের মানুষ। সচেতনতার ঐতিহাসিক এই অভিযান শেষে সেই দেশ থেকে একগগুচ্ছ শিক্ষা সচেতনতার বীজ নিয়ে বাংলায় ফেরা।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
গ্রামবাসীদের মশাল হাতে প্রতিরোধ, 'লেজ গুটিয়ে' পালিয়েছিল ডাকাতদল! এখন চলছে সেই নিয়ম
আরও দেখুন

রাকেশ মাইতি

বাংলা খবর/ খবর/হাওড়া/
Howrah News: ভিয়েতনামের ঐতিহাসিক হো চি মিন ট্রেইল-এ ভারতের সাইকেল অভিযান!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল