হাওড়ার বিলাসপুর গ্রামজুড়ে চাষ হচ্ছে গোলাপ ফুল। এই গ্রামের মানুষরা প্রায় চার দশক ধরে গোলাপ চাষ করছেন। শুরুতে দু-একটি পরিবার এই পেশার সঙ্গে যুক্ত হয়। তবে পরবর্তীকালে ধীরে ধীরে গ্রামের বেশিরভাগ পরিবারই গোলাপ চাষে যুক্ত হয়ে পড়ে। বর্তমানে এই গ্রামের প্রায় শতাধিক পরিবার এই পেশার সঙ্গে যুক্ত। এই গোলাপ চাষকে কেন্দ্র করেই গ্রামের কয়েকশো মানুষের রুটি রুজির সংস্থান হচ্ছে। গোলাপ ক্ষেতে মজুরের কাজ করেও অনেকের সংসার চলছে।
advertisement
বিলাসপুর গ্রামে চাষ হওয়া গোলাপ ফুল পৌঁছে যাচ্ছে ভিন রাজ্যেও। ওই গ্রামে গিয়ে কথা বলে জানা গেল, বর্তমানে গ্রামবাসীদের প্রধান পেশা হয়েই দাঁড়িয়েছে এই গোলাপ চাষ। এখানে বর্তমানে শতাধিক গোলাপচাষি আছেন।
আরও পড়ুন: হাম ও রুবেলার টিকা দেওয়া হবে, হাওড়ায় তৎপরতা তুঙ্গে
গোলাপ চাষে প্রথম দিকে জোড় কলম পদ্ধতিতে গাছ তৈরি করে চাষ হত। তবে বর্তমানে আরও উন্নত পদ্ধতি এসেছে। এখন সুবিধাজনক গ্রাফটিং ব্রিডিং পদ্ধতি অবলম্বন করে গোলাপ চাষ হয়। একটি গাছ তৈরি থেকে তাতে ফুল ফুটতে সময় লাগে প্রায় ৬ মাস। জানা গেল, গোলাপ গাছের প্রতি যথেষ্ট যত্ন নিতে হয়। ঠিকঠাক পরিচর্যা করলে একটি গোলাপ গাছ থেকে সারা বছর ফুল পাওয়া যেতে পারে।
বিলাসপুর গ্রামে শুধু যে গোলাপ ফুল চাষ হয় তা নয়। এখানে গোলাপ চারা তৈরি করা হয়, যা অন্যান্য জায়গা থেকে নার্সারি মালিকরা এসে কিনে নিয়ে যান। তবে অন্য বছরের তুলনায় এবার ব্যবসায় মন্দা আছে বলে আক্ষেপের সুরে জানালেন এখানকার গোলাপ চাষিরা।
রাকেশ মাইতি