TRENDING:

Howrah News: বিষাক্ত পার্থেনিয়ামের জঙ্গলের মধ্যেই চলছে শিশুদের পড়াশোনা!

Last Updated:

কোনরকমে হাসপাতালের বহির্বিভাগ চলে। এছাড়াও বিভিন্ন রোগীদের বছরভর এখানে টিকাকরণ চলে। গোটা চত্বর নোংরা আবর্জনায় ঢেকে গিয়েছে। রাতের অন্ধকারে দুষ্কৃতীরা এখানে আস্তানা গাড়ে। এমন এক চূড়ান্ত অস্বাস্থ্যকর পরিবেশেই প্রায় ১৬-১৭ বছর ধরে চলছে শিশু শিক্ষা কেন্দ্র।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
হাওড়া: স্বাস্থ্যের ঝুঁকি নিয়েই চলছে শিশুদের পঠন পাঠান। জরাজীর্ণ ঘর, সাপের আস্থানা, বিষাক্ত পার্থেনিয়ামের জঙ্গলের মধ্যেই হচ্ছে শিশু শিক্ষা কেন্দ্রের ক্লাস! পাঁচলার দেউলপুর গ্রামীণ হাসপাতাল বর্তমানে পরিত্যক্ত হয়ে পড়ে আছে। সেখানে শুধু আউটডোর বিভাগ চলে। সেই গ্রামীণ হাসপাতালেরই একটি অংশে ভয়ঙ্কর অস্বাস্থ্যকর পরিবেশে বিপদের ঝুঁকি নিয়ে চলছে শিশু শিক্ষা কেন্দ্র। গোটা ঘটনায় আশঙ্কিত অভিভাবকরা।
advertisement

এক সময় এই দেউলপুর গ্রামীণ হাসপাতালে ১০ টি বেড়ে পরিষেবা চলত। তবে বর্তমানে বেহাল দশা। আর রোগী ভর্তি করে চিকিৎসা হয় না। কোনরকমে হাসপাতালের বহির্বিভাগ চলে। এছাড়াও বিভিন্ন রোগীদের বছরভোর এখানে টিকাকরণ চলে। গোটা চত্বর নোংরা আবর্জনায় ঢেকে গিয়েছে। রাতের অন্ধকারে দুষ্কৃতীরা এখানে আস্তানা গাড়ে। এমন এক চূড়ান্ত অস্বাস্থ্যকর পরিবেশেই প্রায় ১৬-১৭ বছর ধরে চলছে শিশু শিক্ষা কেন্দ্র।

advertisement

আরও পড়ুন: ফোয়ার সেচে কম জলেই ফলছে ফসল, বিপুল লাভ কৃষকদের

যে ঘরে শিশুদের পড়ানো হয় সেখানেই ঢাঁই করে রাখা আছে শুকনো কাঠ, চাল, ডালের বস্তা, বিভিন্ন আসবাবপত্র। ওই ঘরের চারিদিকে বিষাক্ত পার্থেনিয়াম গাছের জঙ্গল গড়ে উঠেছে। এই নোংরা পরিবেশে পোকামাকড়ের উৎপাতও যথেষ্ট বেশি। আতঙ্কিত অভিভাবকদের অভিযোগ, তাঁরা দীর্ঘদিন ধরে এই শিশুশিক্ষা কেন্দ্র অন্যত্র সরানোর বিষয়ে প্রশাসনের দ্বারস্থ হলেও কোন‌ও লাভ হয়নি। এই বিষয়ে দেউলপুরের পঞ্চায়েত প্রধান শিখা বাগ জানান, খুবই বিপজ্জনকভাবে এই শিশু শিক্ষা কেন্দ্রটি চলছে। একটি জমি পাওয়া গিয়েছে। সেখানে এই শিশু শিক্ষা কেন্দ্রটি স্থানান্তর করার জন্য গত বছর সংশ্লিষ্ট দফতরে প্রস্তাব পাঠান হয়। কিন্তু এখনও কোন‌ও ফিডব্যাক আসেনি। তাঁর আশা দ্রুত এই সমস্যার সমাধান হবে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
'আসছে বছর আবার হবে'! দিঘার সমুদ্রে বিলীন দেবী দুর্গা, ঢেউয়ের গর্জনে মিশল বিদায়ের সুর
আরও দেখুন

রাকেশ মাইতি

বাংলা খবর/ খবর/হাওড়া/
Howrah News: বিষাক্ত পার্থেনিয়ামের জঙ্গলের মধ্যেই চলছে শিশুদের পড়াশোনা!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল