আরও পড়ুন South24Parganas News: কোন রুটে গেলে পুজো দেখা সহজ হবে? সামনে এল গাইড ম্যাপ
প্রতি বছরই ভাবনায় থাকে নতুনত্বের ছোঁয়া। শৈল্পিক ভাবনায় শিল্পীরা তাঁদের কর্মকান্ডকে উপস্থাপন করেন। এবার ৫৯তম বর্ষে ভূঁয়েড়া তরুণ সংঘের(লাইব্রেরী) ভাবনা কেদারনাথের মন্দির। উদ্যোক্তারা জানান, স্থানীয় শিল্পীরা প্রায় একমাসেরও বেশি সময় ধরে কেদারনাথের মন্দিরের আদলে এই মণ্ডপ গড়ে তুলেছেন। মণ্ডপসজ্জায় ব্যবহার করা হয়েছে বিভিন্ন পরিবেশবান্ধব সামগ্রী।
advertisement
আরও পড়ুন Murshidabad Durgapuja 2022: ৭৫ফুটের দুর্গা ঠাকুর! দেখতে লাইন পড়ছে প্রচুর
মণ্ডপের আলোকসজ্জাতেও রয়েছে চমক। প্রত্যন্ত গ্রামের বুকে কেদারনাথের মন্দির দেখতে ভিড় জমাচ্ছেন বহু মানুষ। আশপাশের বেশ কয়েকটি গ্রামের আট থেকে আশি প্রায় সকলেই কেদারনাথ দর্শনে ভূঁয়েড়ায় আসছেন। উদ্যোক্তারা জানান, এবার তাদের বাজেট প্রায় একলক্ষ সত্তর হাজার টাকা। পুজোয় থিমের পাশাপাশি শতাধিক মানুষকে বস্ত্র প্রদান সহ বিভিন্ন সামাজিক উদ্যোগ নিয়েছেন পুজো উদ্যোক্তারা। রয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন। পুজো উদ্যোক্তা অভিজিৎ সাউ, শ্রীমন্ত ভৌমিকরা জানান, গ্রামের মানুষকে থিমের পুজো উপহার দিতেই তাদের এই উদ্যোগ। প্রতিমা নিরঞ্জনের প্রাক্কালে সিঁদুরখেলায় গ্রামের বহু মহিলা সামিল হন বলে জানান তাঁরা।
রাকেশ মাইতি