TRENDING:

Micro Art: অবাক করা সৃষ্টি শিল্পীর! ছোট্ট দেশলাই কাঠির উপর স্বাধীনতা সংগ্রামীদের শ্রদ্ধা জ্ঞাপন

Last Updated:

দেশলাই কাঠির উপর অভিনব পন্থায় ছবি এঁকে স্বাধীনতা সংগ্রামীদের শ্রদ্ধা জ্ঞাপন শিল্পীর! ক্ষুদ্র দেশলাই কাঠিতে ৩৬ জন স্বাধীনতা সংগ্রামীর পোট্রেট ছবি, জাতীয় পতাকা ও অশোক চক্র ফুটিয়ে তুলেছেন তিনি।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
হাওড়া: দেশলাই কাঠির উপর ছবি এঁকে অভিনব পন্থায় স্বাধীনতা সংগ্রামীদের শ্রদ্ধা জ্ঞাপন শিল্পীর! ক্ষুদ্র দেশলাই কাঠিতে ৩৬ জন স্বাধীনতা সংগ্রামীর পোট্রেট ছবি, জাতীয় পতাকা ও অশোক চক্র ফুটে উঠেছে। চওড়ায় ২ মিলিমিটারেরও কম, লম্বায় মাত্র দুই ইঞ্চি একটি দেশলাই কাঠি। এই মাইক্রো ছবির মাধ্যমেই গিনেস বুক অফ ওয়ার্ল্ড-এ রেকর্ড গড়ার প্রস্তুতিতে শিল্পী। যদিও এর আগে মুসুর ডাল, সরষের দানা, সুজি, চাল বা পোস্ত দানার উপর মাইক্রো ছবি ফুটিয়ে তুলেছেন শিল্পী প্রণব নন্দি।
advertisement

এবার স্বাধীনতা দিবস উদযাপনের প্রাক্কালে দেশলাই কাঠির উপর মাইক্রো ছবি। দেশ জুড়ে ৭৬তম বর্ষপূর্তির স্বাধীনতা দিবস পালনের তোড়জোড় শুরু হয়েছে ইতিমধ্যেই। জুলাই শেষ হতেই স্টেশনারি দোকান গুলোতে চোখ পড়লেই দেখা মিলছে তেরঙা জাতীয় পতাকা। জানান দিচ্ছে, আসন্ন স্বাধীনতা দিবস।

আরও পড়ুন ঃ লোকাল ১৮ খবরের জের! কাটা শুরু হল শুকনো গাছ! খুশি এলাকার বাসিন্দারা

advertisement

ঠিক এই সময় শিল্পীর এই অনবদ্য সৃষ্টি দেশবাসীর মনের মনিকোঠায় স্থান করে নিয়েছে। স্বাধীনতা দিবস উদযাপনের প্রাক্কালে এই মাইক্রো ছবি দেশজুড়ে সাড়া ফেলেছে। ক্ষুদ্র দেশলাই কাঠির উপর বাঁকে চামার, নেতাজি সুভাষচন্দ্র বসু, মাস্টারদা সূর্যসেন, ভগৎ সিং, রাজগুরু, সুখদেব সহ মোট ৩৬ জন স্বাধীনতার সংগ্রামীর পোর্ট্রেট ছবি। কিভাবে ফুটিয়ে তোলা? শিল্পীর শিল্পকর্ম নিয়ে নানা কৌতূহল।

advertisement

এ প্রসঙ্গে শিল্পী প্রণব নন্দি জানান, মাইক্রো ছবি অঙ্কন শুরু হয়েছিল প্রায় ১০-১১ বছর আগে। মাঝখানে চোখের সমস্যার জন্য মাইক্রো ছবি তৈরিতে ডাক্তারি নিষেধাজ্ঞা থাকার কারণেই বন্ধ হয়ে ছিল। তবে নিজেকে আটকে রাখা সম্ভব হয়নি। তাই আবার নতুন সৃষ্টিতে তৈরি। আবারও তুলির টানে ফুটে উঠছে মাইক্রো ছবি।

আরও পড়ুন ঃ দূর-দূরান্ত থেকে ভিড় উপচে পড়ে, ১৫০ ছুঁইছুঁই হাওড়ার লক্ষীনারায়ণ পুজো

advertisement

এই মাইক্রো ছবির মাধ্যমে গিনেস বুকে নাম তোলার প্রস্তুতিও চলছে। পাশাপাশি ১৪ হাজার ৫০০ ফিটের সর্ববৃহৎ ছবিও তৈরি হচ্ছে। যদিও এই বিশাল আকৃতির ছবি অর্থনৈতিক সমস্যার জেরে থমকে পড়েছে। শিল্পী জানান, দেশলাই কাঠির উপর এই মাইক্রো ছবি অঙ্কন করতে প্রায় সাত থেকে আট দিন সময় লেগেছে। প্রতিদিন ৭ থেকে ১০ ঘন্টা সময় দিয়েই এই শিল্পকর্ম সৃষ্টি ।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
দশমীতে রাবণ বধ! ১০১'তম বছরে 'মিনি ইন্ডিয়া'য় জ্বলল লঙ্কাধীস
আরও দেখুন

রাকেশ মাইতি

বাংলা খবর/ খবর/হাওড়া/
Micro Art: অবাক করা সৃষ্টি শিল্পীর! ছোট্ট দেশলাই কাঠির উপর স্বাধীনতা সংগ্রামীদের শ্রদ্ধা জ্ঞাপন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল