পঞ্চায়েতের কাজ নিয়ে অসন্তুষ্ট অংশের বক্তব্য, গত পাঁচ বছরে এলাকার মানুষ রাস্তাঘাট, পানীয় জলের উপযুক্ত পরিষেবা থেকে বঞ্চিত। সরকারি প্রকল্পের সুবিধা পেয়ে খুশি একাংশের মানুষ। দক্ষিণ পাঁচলা দাসপাড়ার প্রায় একশো পরিবারের একমাত্র ভরসা একটিমাত্র হাতে টানা কল।
আরও পড়ুন: জাতীয় বিজ্ঞান দিবসে ধনিয়াখালির স্কুল পড়ুয়াদের অবাক কীর্তি
advertisement
অভিযোগ, মাঝেমধ্যেই সেই কলটিও আবার খারাপ হয়ে যায়। তখন পানীয় জলের জন্য যেতে হয় দূর-দূরান্তে। এই বিষয়ে বারবার পঞ্চায়েতে অভিযোগ জানিয়েও লাভ হয়নি বলে গ্রামবাসীদের একাংশের দাবি। যদিও এই প্রসঙ্গে চড়া পাঁচলার পঞ্চায়েত প্রধান হেমন্ত রায়ের পাল্টা দাবি, গত পাঁচ বছরে পঞ্চায়েত এলাকায় নতুন রাস্তা থেকে আলো, স্বাস্থ্য ব্যবস্থায় জোর দেওয়া হয়েছে। তবে কিছু অংশের কাজ এখনও বাকি আছে। সেগুলি আগামী দিনে পূর্ন হবে।
রাকেশ মাইতি