Hooghly News: জাতীয় বিজ্ঞান দিবসে ধনিয়াখালির স্কুল পড়ুয়াদের অবাক কীর্তি
- Published by:Kaustav Bhowmick
- news18 bangla
Last Updated:
১৯২৮ সালের ২৮ ফেব্রুয়ারি প্রখ্যাত ভারতীয় পদার্থ বিজ্ঞানী চন্দ্রশেখর ভেঙ্কট রামন 'রামন এফেক্ট' আবিষ্কার করেন। এ জন্য ১৯৩০ সালে পদার্থ বিজ্ঞানে তিনি নোবেল পুরস্কার পান। প্রতিবছর তাঁর সম্মানে তাই ২৮ ফেব্রুয়ারি জাতীয় বিজ্ঞান দিবস পালন করা হয় দেশেজুড়ে।
হুগলি: মঙ্গলবার ছিল জাতীয় বিজ্ঞান দিবস। ধনিয়াখালির পোড়া বাজার রাম দুলালী মুখার্জি উচ্চ বিদ্যালয়ে পালিত হল এই জাতীয় বিজ্ঞান দিবসের অনুষ্ঠান। সেই উপলক্ষে স্কুলে আয়োজন করা হয় বিজ্ঞান প্রদর্শনী। নতুন পড়ুয়াদের বিজ্ঞানমুখী ও বিজ্ঞান সচেতনতা গড়ে তোলার জন্য এই প্রদর্শনীর আয়োজন বলে জানান স্কুলের শিক্ষকরা।
১৯২৮ সালের ২৮ ফেব্রুয়ারি প্রখ্যাত ভারতীয় পদার্থ বিজ্ঞানী চন্দ্রশেখর ভেঙ্কট রামন 'রামন এফেক্ট' আবিষ্কার করেন। এ জন্য ১৯৩০ সালে পদার্থ বিজ্ঞানে তিনি নোবেল পুরস্কার পান। প্রতিবছর তাঁর সম্মানে তাই ২৮ ফেব্রুয়ারি জাতীয় বিজ্ঞান দিবস পালন করা হয় দেশেজুড়ে।
advertisement
advertisement
এই বিজ্ঞান প্রদর্শনী উপলক্ষে স্কুলের ছাত্রছাত্রীরা বিভিন্ন বিজ্ঞানভিত্তিক মডেল তৈরি করেন। মডেলগুলো তৈরিতে সাহায্য করেন স্কুলের প্রাক্তন ছাত্র ও শিক্ষক-শিক্ষিকারা। অটোমেটিক স্পিড ট্র্যাকিং মেশিন, অ্যালার্ম সেফটি ডিভাইসের মতো সব আকর্ষণীয় মডেল তৈরি করা হয়। ক্ষুদে পড়ুয়াদের মস্তিষ্ক প্রসূত এই সব মডেল আগামী প্রজন্মকে বিজ্ঞানের প্রতি আরও আকৃষ্ট করবে বলে বিশেষজ্ঞদের ধারণা।
advertisement
রাহী হালদার
Location :
Kolkata,West Bengal
First Published :
February 28, 2023 9:38 PM IST