Malda News: শহরের পর গ্রামেও চালু হচ্ছে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট
- Published by:Kaustav Bhowmick
- news18 bangla
Last Updated:
মালদহের গ্রামীণ এলাকায় এই কাজের সঙ্গে যুক্ত হবেন স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা। দ্রুত প্রসেসিং ইউনিটগুলি চালু করার পরিকল্পনা নেওয়া হয়েছে। তাই স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের এই বিষয়ে প্রশিক্ষণ দিতে একটি শিবির আয়োজন করা হয়।
মালদহ: গ্রামীণ এলাকা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে এবার জেলার পঞ্চায়েত স্তরেও চালু হল সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট। বাড়ির বর্জ্য পদার্থ সংগ্রহ করে সেগুলিকে প্রসেসিং করে জৈব সার ও বিভিন্ন সামগ্রী তৈরির পরিকল্পনা করা হয়েছে এই প্রকল্পে। প্রথম পর্যায়ে মালদহ জেলার ৪৪ টি গ্রামে তৈরি করা হচ্ছে প্রসেসিং ইউনিট। এই প্রসেসিং ইউনিটগুলিতে আবর্জনা সংগ্রহ করা হবে। সেখান থেকেই পচনশীল আবর্জনা থেকে তৈরি করা হবে জৈব সার এবং অপচনশীল বর্জ্যগুলোর গুঁড়ো অন্য কাজে লাগানো হবে।
সিদ্ধান্ত হয়েছে মালদহের গ্রামীণ এলাকায় এই কাজের সঙ্গে যুক্ত হবেন স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা। দ্রুত প্রসেসিং ইউনিটগুলি চালু করার পরিকল্পনা নেওয়া হয়েছে। তাই স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের এই বিষয়ে প্রশিক্ষণ দিতে একটি শিবির আয়োজন করা হয়। জেলা প্রশাসন সূত্রে খবর, মার্চ মাসের মধ্যেই বেশ কয়েকটি গ্রামের প্রসেসিং ইউনিট চালু করা হবে। আগামী এপ্রিল মাসের মধ্যে ৪৪ টি প্রসেসিং ইউনিটই চালু করার পরিকল্পনা নেওয়া হয়েছে।
advertisement
advertisement
সোমবার দুপুরে মালদহ কলেজের অডিটোরিয়ামের সানাউল্লাহ মঞ্চে এই কর্মশালার আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন জেলার বিভিন্ন প্রান্ত থেকে আগত স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা। উপস্থিত ছিলেন মালদহের জেলাশাসক নীতিন সিংহানিয়া, ডিস্ট্রিক্ট স্যানিটাইজেশন সেলের ওসি লোপসাং সেরিং সহ অন্যান্য আধিকারিকরা।
advertisement
গ্রামীণ এলাকা যাতে আবর্জনা মুক্ত রাখা যায় এবং বর্জ্য পদার্থ নির্দিষ্ট স্থানে ফেলা হয় তা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয় কর্মশালায়। জেলাশাসক নীতিন সিংহানিয়া বলেন, মালদহ জেলার ১৪৬ টি পঞ্চায়েতের মধ্যে ৪৪ টিতে আবর্জনা প্রসেসিং ইউনিট তৈরি করা হচ্ছে।
হরষিত সিংহ
Location :
Kolkata,West Bengal
First Published :
February 28, 2023 9:19 PM IST