TRENDING:

Howrah News: হাওড়ার গ্রামে তৈরি তানপুরা, সেতার, এসরাজ বিদেশ পাড়ি দিচ্ছে

Last Updated:

হাওড়ার দক্ষ কারিগরদের হাতে তৈরি তানপুরা, সেতার, এসরাজ রফতানি হচ্ছে বিদেশে

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
হাওড়া: উলুবেড়িয়ার দাদপুরের শিল্পীদের হাতে তৈরি হচ্ছে তানপুরা, সেতার, এসরাজের মত নানান ক্লাসিকাল তার-যন্ত্র। জেলার বিভিন্ন হস্তশিল্প বা কুটির শিল্পের মধ্যে অন্যতম এই শিল্প। মূলত শিল্পীর দক্ষতায় লাউয়ের খোল ও কাঠের সাহায্য তৈরি হয় এই সমস্ত সঙ্গীতের যন্ত্র।
advertisement

আরও পড়ুন: ছাপা শাড়ির দাপটে বাজার হারিয়েছে তাঁতের শাড়ি, ধ্বংসের মুখে বাংলার প্রাচীন শিল্প

লাউয়ের খোলকের উপর ফাঁপা কাঠের দন্ড। দণ্ডের নিচে থাকে গোলাকার লাউয়ের খোসা বা খোলক লাগানো থাকে। খোলকের উপর কাঠের অংশে শৌখিন ডিজাইন বা নক্সা থাকে। যদিও সব যন্ত্রতে লাউয়ের খোলক ব্যবহার হয় না। এই সমস্ত যন্ত্র দেশের পাশপাশি বিদেশেও রফতানি হয়। গ্রামে বংশ পরম্পরায় বহু মানুষ এই পেশার সঙ্গে যুক্ত। দাদপুরে ৬-৮ টি কারখানা আছে। সব মিলিয়ে গ্রামের প্রায় ১০০-১৩০ টি পরিবার এই পেশার সঙ্গে যুক্ত। স্থনীয় কারিগররা জানান, একটি তানপুরা বা সেতার তৈরি করতে লাউ কাটিং বা কাঠ ছোলাই থেকে পালিশ পর্যন্ত ৬-৭ জন কারিগরের হাত লাগে।

advertisement

View More

এই সব তারযন্ত্র তৈরির লাউ আসে হাওড়ার উত্তর-পশ্চিম সীমান্ত লাগোয়া উদয়নারায়নপুর ব্লকের জয়নগর ও পালিয়াড়া, এবং হুগলি জেলার পশপুর এবং রঞ্জপুর থেকে। দুই জেলার পাশাপাশি চারটি গ্রামে বড় লাউ চাষ হয়। কলকাতা থেকে আমদানি করা হয় কাঠ। যন্ত্র শিল্পী অসিত হালদার এবং সমরেশ হালদার জানান, ভারতীয় সঙ্গীতের প্রায় সব ধরনের তার যন্ত্রই এখানে তৈরি হয়। দেশের ও বিদেশে এর চাহিদা বেশি। সারা বছর ধরে কারখানায় বা মানুষের বাড়িতে তৈরি হয়। কলকাতা ও বাইরের রাজ্যে এবং দেশের বাইরে পাঠানো হয়। অল্প কিছু খরিদ্দার সরাসরি গ্রামে আসেন। এই শিল্পে যুক্ত থাকা মানুষ দক্ষ কারিগর হলেও মজুরি বৃদ্ধি না হওয়ায় আর্থিক সঙ্কটে ভুগছেন তাঁরা।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
চোখের নিমেষে উধাও সাত কুইন্টাল দই! কেজি মাত্র ১১০ টাকা,ভাইফোঁটায় উপচে পড়া ভিড় এই দোকানে
আরও দেখুন

রাকেশ মাইতি

বাংলা খবর/ খবর/হাওড়া/
Howrah News: হাওড়ার গ্রামে তৈরি তানপুরা, সেতার, এসরাজ বিদেশ পাড়ি দিচ্ছে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল